সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! আমাদের বুদ্ধিজিবীদের প্রায় সবাই পৌষ-পার্বনে বঙ্গভবনে দাওয়াত পাওয়াকে বিশাল অর্জন মনে করেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে দেখেছি বঙ্গভবনের দাওয়াতপত্রটি না পাওয়া পর্যন্ত তাঁদের ঈদের আনন্দ বাকী থেকে যায়। বঙ্গভবনের দাওয়াত নিয়ে কাড়াকাড়ি করেন এমন বুদ্ধিজীবিদের অনেকেই আবার ড. ইউনুসের সমালোচনায় মুখর। ইউনুস পেশায় একজন শিক্ষক ছিলেন। তাঁর জন্য বঙ্গভবনের/গনভবনের দাওয়াত না আসলেও হোয়াইট হাউসের দাওয়াত ঠিকই তাঁর দরজায় চলে আসে। ইউনুসের কাজ নিয়ে আলোচনা/সমালোচনা হতে পারে কিন্তু তিনি আমাদের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা কি কেবল 'মদ' খেয়েই আনা যায়? \যদি তাই হতো, তবে আমাদের রাজনিতিকদের মধ্যে যারা ড্রিংক করেন তাঁরা প্রত্যেকেই হোয়াইট হাউসের দাওয়াত পেতেন আর আশরাফ সাহেবরা একটা করে নোবেল পেতেন। যারা ইউনুসের সমালোচনা করেন তাঁরা কি একবার ভেবে দেখেছেন একজন বাঙ্গালির এই অর্জন ও খ্যাতি বঙ্গবন্ধুর পরে আর কেও কি এনে দিতে পেরেছে? অভিনন্দন ড. ইউনুস ! আপনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশের জন্য বয়ে এনেছেন। ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।