বন্ধুদের নিয়ে বাঁচি
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠান নিয়ে বঙ্গভবনে এখন তোড়জোড় চলছে। বলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টা তার পরিষদ সদস্যদের নিয়োগ করবেন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে সম্ভাব্য উপদেষ্টাদের তালিকাসহ বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন 14 দলের নেতারা।
তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য 5 উপদেষ্টার নাম চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। দুপুরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদের হাতে 5 জনের নাম তুলে দিয়েছেন তারা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আশা প্রকাশ করে বলেন রাষ্ট্রপতি ওই 5 জনকে উপদেষ্টা নিয়োগ দেবেন ।
এলডিপি নেতারাও আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে 8 দফা প্রস্তাব দিয়েছেন।
বিএনপি তাদের মনোনিতদের নাম গতকালই প্রস্তাব করে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।