ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এই প্রানচঞ্চল ব্যাস্ত মানুষটির জন্য এখন খুব খারাপ লাগে আমার ।
তিনি যখন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন তখন বেশ প্রানবন্ত থাকত অধিবেশন গুলো । আজ তিনি এক সমাধির মধ্যে বসবাস করেন , নাম “বঙ্গভবন” । এর আগে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন আহমেদও একই ভাব প্রকাশ করেছিলেন এই বলে “মিলাদ মাহফিল ও মাজার জিয়ারতই এখানের মুখ্য কাজ” । অথচ এই কর্ম মুখর প্রতিভাবানদের কি আমরা ইচ্ছা করেই বন্দী করে ফেলছি না? তারাও কিছু গুরুত্ব পূর্ণ কাজ হাতে নিয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে পারেন নিজেদের ।
কম করে হলেও তারা মানসিক চাপ থেকে অব্যাহতি পাবেন । দেশে নতুন এক ধরনের চেক এন ব্যাল্যান্স শাসন ব্যাবস্থা চালু হবে । সংসদীয় ব্যাবস্থা আমাদের গত ২২ টি বছর সংঘাত আর অবিশ্বাস ছাড়া কিছুই দিতে পারেনি । এখনকার পৃথিবী চলছে অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্মযজ্ঞকে ঘিরে । আমাদের শুধু দাস রফতানি ছাড়া আর কোনও এজেনডা আছে বলে মনে হয় না ।
১০ বছর আগে আর এম জি সেক্টরে যে সুযোগ এসেছিল তা কেন জানি ইচ্ছে করেই আমরা দূরে রেখেছি । তবুও সময় শেষ হয়ে যায়নি বা যোগ্য কুশীলবরা সবাই পৃথিবী থেকে বিদায় নেননি । আমরা ছোট ও মাঝারি শিল্প বিপ্লব ঘটিয়ে প্রাচ্যের উজ্জ্বল দেশগুলোর কাছাকাছি পৌছুতে পারব বলে বিশ্বাস করি ।
আসুন , হাত বাড়িয়ে দিন । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।