আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীর মেয়র

নরসিংদী গিয়েছিলাম গত সপ্তায়। শহরের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড আমার নজর কেড়েছে। শহরের রাস্তাগুলি পিচঢালা মসৃন, ফুটপাথগুলিও সুন্দর বাঁধানো, মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন স্মারক ভাস্কর্য, নবনির্মিত বিভিন্ন সরকারি ভবন ইত্যাদি। গুরুত্বপূর্ণ ব্যাপার হল এসকল কর্মের নামফলকে যে নামটি খুব কমনভাবে চোখে পড়ে তা হল মেয়র লোকমান হোসেনের নাম। এককভাবে একজন মানুষের নাম এত বেশিসংখ্যক কাজের সাথে সম্পৃক্ত হতে আমি সম্ভবত এর আগে কোথাও দেখিনি।

এখানে এসে আমি বাস্তবিকই টের পেলাম মেয়র লোকমানের ব্যাপক জনপ্রিয়তার কারণটা, যেমনটা পত্রিকা মারফত জেনেছিলাম যখন তার খুনের ঘটনায় নরসিংদী ছিল উত্তাল। একজন প্রবীণ ব্যবসায়ির সাথে কথা হচ্ছিল, মেয়র লোকমান প্রসংগে জিজ্ঞেস করতেই তিনি একগাদা প্রশংসা শোনালেন মেয়রের, যদিও কিছু সময় কথা বলেই আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি ঘোর বিএনপিমনা। বাসে যেতে একজন অনার্স পড়ুয়ার কাছে জানতে চেয়েছিলাম মেয়র প্রসংগে। তিনিও মুটামুটি একইরকম বললেন। তবে তাদের দুজনেই একটা কমন ব্যাপার বলতে ছাড়লেননা যে একসময় মেয়র লোকমান বড় মাপের এক টেরর ছিলেন।

কিন্তু পরবর্তিতে জনসেবার মাধ্যমে তিনি জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আমার এই কথাগুলির উদ্দেশ্য হল, আমার দেশের কলুষিত রাজনীতিকগণের একটু সদিচ্ছাই পারে আমার এই দেশটাকে পাল্টে দিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.