তুমি যদি ক্যানভাস হও , আমি তার তুলি আঁচড়
আঁকি আমি তোমার ছবি মনের মাধুরী মিশিয়ে ।
মনের নেই কোন বাঁধাধরা নিয়ম – যেখানে যেমন
একে যায় সেরকম । তুলি আমার আঁকি তার ছবি
হোক না যেমন তেমন । তুলির আঁচড় পড়ছে সাদা
ক্যানভাসে – তৈরি হচ্ছে তোমার ছবি । ভাবছি তোমায়
আঁকছি তোমায় ।
তুমি আছো মনের ক্যানভাসে আনছি
তোমায় সাদা ক্যানভাসে তুলির আঁচড়ে । আঁকা হল তোমার
ছবি সাদা ক্যানভাসে । লাগছে তোমায় অপরূপ দেখতে -
ভালবেসে ফেললাম তোমায় মনের ক্যানভাসে । তোমার
ছবি দেখে বলল আমায় লোকে কে তুমি ? করেছ আমায় পাগল
আমি বলি তাঁদের এ যে আমার ভালোবাসার ছবি – হারিয়ে গেছি
আমি তোমার মাঝে । হয়েছ পাগল লোকে বলে আমায় !
আমি বলি কেন নয় ? পাগল হয়েছি বলেই না একেছি তোমায়
সেই সাদা ক্যানভাসে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।