আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানভাস!

জীবনের স্বপ্নগুলোকে কখন ও সাজাব কিনা জানিনা তবে এলোমেলো ভাবনাগুলো খারাপতো লাগেনা।

আকাশটাকে ক্যানভাস বানি্য়ে তাতে ছড়াই হাজারো বর্নীল রং, আঁকি স্বপ্নের কত ছবি............ কত প্রতিচ্ছবি, কল্পলোকের কত সৌন্দার্য্য ফুটে ওঠে একটু একটু করে। অবাক হয়ে দেখি স্বপ্নের রং........ লাল-নীল-বেগুনি, এদের মাঝে মিশে থাকি আমি, চলতে থাকে সময় সেকেন্ড-মিনিট-ঘন্টা, অবিরত.. এক সময় ফুরিয়ে যায়; শেষ- সব শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।