ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
আকাশের নীচে ঠায় একপেয়ে সাদা বক
জ্ঞানী ভাবের ছলাৎ ছলাৎ শব্দে নাচা ক্ষুদ্র মাছ
ময়লা বিছানা হতে আঁজলা ভরে চাঁদের আলো নিয়ে সুখে কুঁজো হওয়া শব্দ
হাওয়াই মেঠাই হয়ে চোখে জন্মানো মুক্তা অশ্রু
আমার ছবিঘরে কতসকল সাদাটে সুন্দরের কালেকশন ।
কমদামী স্যান্ডেল উপড়ে যায় তাই পা আকন্ঠ ডোবে ঘাসে
দুইবেলা কর্কশ সুরে ডেকে চৈতালী দাঁড়কাকটা হঠাৎ দেবদুতের মত শুভ্র হয়ে যায়
পকেট হাতড়ালে ময়লা কাগজে হঠাৎই সূর্যের আলো পড়ে গতরাতের
ডিহাইড্র্বেশনকালীন কবিতাটা নরম হয়ে আড়মোড়া ভাঙে ।
বৈশাখের দিনে হোচট খাওয়া হৃদপিন্ডের ক্ষত হতে
থেকে থেকে নীলক্ষার নীল গান উগড়ে উগড়ে আসে
চারদিকে কোচকানো সব আবর্জনা ছবিঘরে শিল্পীত সুন্দর হয়ে নিজেরাই মাতে ।
পেল্লায় মধুভান্ডে সাতড়ানো দুর্ভাগা মাছিটাও ফ্রেমে আটকায়
ছবিঘরের সুন্দরস্পর্শী সুন্দর হয়ে ।
এভাবেই পূর্ণিমা চুরি করে বোতলে জমাই
আর অগোছানো হৃদপিন্ডে ছবি হয় ছবি ঘরের সুন্দর সব কে পেছনে ফেলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।