বাতায়নের পাশে দৃষ্টি রেখেই
কাটে আমার নিরব সময়,
অনিন্দ সময় ছিল এই সেদিন ও
তোমার আমার প্রথম দেখায় ,
ভালোলাগা আর ভালবাসায়।
বাতায়ন প্রেম ছিল দুজনার
বাতায়ন পাশে দুপাশে
আমাদের নিরব দৃষ্টি বিনিময় ও ছোয়াছুয়ি,
আর নান্দনিক প্রেমের গল্প
আমাদের স্বপ্ন ।
একদিন মনে আছে ,
তোমার বাসন্তী চুলে হাত দিয়েছিলাম ।
বলেসিলে গন্ধ শুকবে,
আমার আবেগকে বাধা দেয় জড় বাতায়ন ।
তারপর
আমাকে তোমার প্রথম উপহার
এক গাছি বাসন্তী চুল ।
হটাৎ কি হলো তোমাতে
আর আমাতে
অস্থির বিছিন্নতা ।
শুধু সময় সৃতি চুল গুলো
হৃদয়ের খুব কাছে থেকে
দুঃখ ছড়ায়,
আজো বিষন্ন সময় কাটে
বাতায়ন পাশে
তোমার অপেক্ষায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।