আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার গান

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই। স্বাধীনতা পেয়েছি রক্ত ঝরিয়ে মমদপ মমপম জ্ঞজ্ঞজ্ঞম প স্বাধীনতা রাখবো বুকে জড়িয়ে পপণদ পপপদ পপমম ম স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমার অহংকার র্সর্সর্সর্স ণণণণ দদদদ পপমজ্ঞ জ্ঞপম স্বাধীনতা আমার অলংকার দদদদ পপমজ্ঞ জ্ঞপম এ জাতি কখনো নত হয় না র্স র্সর্স র্সর্সর্স র্সর্স নর্স র্ঋ আমাদের রক্ত বৃথা যায় না ণ ণ ণ ণণণ ণণ দণ র্স আমাদের শ্রম আমাদের শক্তি র্সর্স র্ঋ র্স ণণ ণণর্সর্স দদ আমাদের প্রেম আমাদের ভক্তি র্সর্স র্ঋ র্স ণণ ণণর্সর্স দদ ঐ দেখ ইতিহাস করছে স্বীকার প পপ পপ মজ্ঞ জ্ঞজ্ঞ পপ ম এ জাতি চির উন্নত শির র্স র্সর্স র্সর্সর্স র্সর্সনর্স র্ঋ এ দেশে জন্মেছে শত শত বীর ণ ণণ ণণণ ণণ দণ র্স আমাদের চিন্তা আমাদের চেতনা র্সর্সর্ঋর্স ণণ ণণর্সর্স দদ আমাদের ঐক্য আমাদের প্রেরণা র্সর্সর্ঋর্স ণণ ণণর্সর্স দদ জয় করে নিতে পারে সব অধিকার পপ পপ পপ মজ্ঞ জ্ঞজ্ঞ পপ ম কথা ও সুর ঃ ডাঃ প্রবীর আচার্য নয়ন (গীতিকার এ গানে আমাদের বীরত্বের ইতিহাস মনে রেখে স্বাধীনতার সম্মান ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। গানটি সর্বরাগে ও সর্বতালে সুর ও স্বরলিপি করা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.