সভাপতিঃ ক্যাচাল সিন্ডিকেট এসো নিজে করিঃ
স্বাধীনতার স্বপক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি নির্ণয়ের লিটমাস টেস্ট।
পদ্ধতি ১ -
স্বাধীনতার বিপক্ষ শক্তির কাজ গুলো লিপিবদ্ধ করি। যেমনঃ
১। খুন
২। গুম
৩।
অপহরন
৪। ধর্ষণ
৫। অগ্নি সংযোগ
৬। লুটতরাজ
৭। দখল
৮।
বন্দী নির্যাতন
.
.
.
যারা এগুলো করছে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যেমনঃ ছাত্রলীগ, নদীখেকো, দুর্নীতিবাজ, পুলিশের অসৎ কর্মকর্তা, কতিপয় পোশাক কারখানার মালিক, হরতালের নামে অগ্নিসংযোগকারী ইত্যাদি।
পদ্ধতি ২ -
স্বাধীনতা শব্দটির মানে কি? তালিকা তৈরি করুন। যেমনঃ
১। খাদ্য
২।
বস্ত্র
৩। বাসস্থান
৪। শিক্ষা
৫। চিকিৎসা
৬। দারিদ্র বিমোচন
৭।
মানবাধিকার
৮। ন্যায় বিচার
৯। নিরাপত্তা
১০। স্বজনপ্রীতি মুক্ত সমাজ
.
.
.
যারা এই কাজ গুলোতে সহায়তা করছে তারাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি। যেমনঃ গ্রামীণ ব্যাংক, টিআইবি, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, রিক্সাওয়ালা, সৎ দুর্নীতিমুক্ত পেশাজীবী ইত্যাদি।
** সতর্কতাঃ বর্তমানের দৃশ্যমান কর্মকাণ্ড মূল্যায়ন করতে হবে। প্রমান সাপেক্ষে ইতিহাস গ্রহন করা যাবে। কিন্তু বর্তমান ও ইতিহাস পরস্পর বিরোধী হলে বর্তমান কে বেশী মূল্য দিতে হবে। যেমনঃ বারাক ওবামার দল আমেরিকার গৃহযুদ্ধের সময় বর্ণবাদী দাস প্রথার পক্ষে যুদ্ধ করেছিল। এটাকে বর্তমানে ইস্যু করা হয় না।
মূল্যায়ন করা হয় বর্তমান নীতি, যোগ্যতা, সততা। ** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।