যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমি ব্লগে রাজাকারদের পোস্ট দেখে কৌতুক বোধ করি - নিঁখাদ এন্টারটেইনমেন্ট লাভ করি। ইচ্ছেমত গালি প্রাকটিস করতে পারি, নাকে মুলো ঝুলিয়ে ঘোরাতে পারি - উমম মরি মরি, কি আনন্দ রাজাকারদের সাথে ইন্টারএ্যাকশনে!
আমার এ অধিকার খর্বের জন্য কিছু ব্লগার হুমকি দিয়েছে। এ আমার স্বাধীণতার প্রতি হস্তক্ষেপ। বাংলাদেশের স্বাধীনতার পক্ষশক্তি কখনই ব্লগদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি হতে পারে না।
এই ব্লগদেশে থেকে এখানের ব্লগারদের স্বাধীনভাবে লিখতে ও পড়তে দিতে যারা ষড়যন্ত্র করছে তারা আমাদের স্বাধীনতাকে শৃংখলিত করবার চায়। আমি এই ব্লগে আমার স্বাধীনতা চাই, সময় যখন দিয়েছি, তখন প্রয়োজনে আরো দেব, তবু এই ব্লগকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ!
এবারের সংগ্রাম ব্লগ মুক্ত করার সংগ্রাম। ব্লগে স্বাধীণভাবে নিয়মিত পোষ্ট দিলে যাদেরকে সাবধান করা হয়, তাদের প্রতিটি নাম টুকে রাখা হয় এবং পরবর্তী যে কোন সময়ে ব্লগে এবং রিয়েল লাইফে তাদের উপর প্রয়োজনীয় ব্যব্স্থা নেয়ার হুমকী দেয়া হয় - তাদেরকে ব্লগের শত্রু চিন্থিত করে এখনই ব্লগদেশ থেকে খেদিয়ে বিদায় করা না হলে, প্রতিটা ব্লগারকে ব্লগব্লগে দূর্গ গড়ে তোলার আহবান জানানো হলো।
আমি যদি হুকুম দেবার নাও পারি, মনে রাখবা.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।