স্বাধীনতা সুখ
.......মোহাম্মদ আল-আমীন
ছিল বৃটিশদের কবলে
পালিয়েছে ওরা সব নিয়ে
শূণ্য ভিটায় দুই ভাই লড়ে
র্ধমের যাতাকলে রক্ত শুষে,
চেটেপুঁটে নিতে ইয়াহিয়ার মন্ত্রপাঠে।
হঠাৎ করে বাংলা শ্লোগানে,
গ্রেনেড, রাইফেল নিয়ে
লুটিয়ে পড়ে শত শত লাশ হযে
লাশের বিনিময়ে রক্ত গঙ্গা বইয়ে
নতুন পতাকা উড়ে।
আমরা মুক্ত-স্বাধীন চিৎকারে
খোকা ফিরে বীরঙ্গনার কাছে,
নতুন শপথে গর্জে ওঠে-
নব চেতনায় রাজাকার বসে
পত পত করে উড়ায় নিশান
রাজপথ দাপিয়ে মুক্তিযোদ্ধা সেঁজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।