যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে সামাজিক নিয়ম নীতির প্রশ্নে বেশীরভাগ মানুষ যে দৃষ্টিভঙ্গী পোষণ করে তার মধ্যে বড় ধরণের একটা শক্তি-প্রয়োগের বিষয় থাকে। অন্তরালে, নানান কিসিমের সাম্পর্কিক বয়ানের মাধ্যমে। সংখ্যাগরিষ্ঠের এই গরীমা নিয়ে বিশেষ ধরণের তৃপ্তি থাকতে পারে, কিন্তু এর ভেতরে একধরণের ক্ষয় বেশ অবধারিতভাবে চলতেও থাকে। আমরা আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গীর মধ্যে কতটুকু এই আমদানীকৃত উপাদানে সমৃদ্ধ আর কতটুকু এর অতিক্রমে দৃঢ় - সেটা নির্নয়ের নিরিখ হলো 'অপ্রকাশিত' অধ্যায়টুকু। নিজের কথা অকপটে বলতে পারার স্বাধীনতার সাথে বাক-স্বাধীনতার কোনো রাজনীতি নাই, এটা নিতান্তই নিজের সাথে সংঘর্ষ, অন্তর্দ্বন্দ্ব। কেউ যদি এই পরিণতিতে তুমুল বিশ্বাসী হয়ে ওঠে - সেটা তার জন্য অমঙ্গলজনক নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।