খাওয়া আর ঘুম,বাংলাদেশি/বাঙালি হিসেবে এটাই আমার বড় যোগ্যতা। মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আজকের প্রেস ব্রিফিং এর জন্য । আপনার উপর আমি প্রচন্ড খুশি । স্যরি আপনি মনে হয় ভুল বুঝছেন। আমি আজকের প্রেস ব্রিফিং এ আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না বা আপনার উপর খুশি হচ্ছি না ।
আমার বন্ধুর সাথে আমার বাজি ছিল শত কিছু হলেও শিক্ষামন্ত্রীকে বা সরকারকে তার গোঁয়ার অবস্থান থেকে সরানো যাবে না । সেই বাজি আমি জিতলাম আপনার জন্য । তবে মনে হচ্ছে আসলে হারালাম অনেক কিছু ।
আপনি বারবার বললেন ৪০ মিনিটের মধ্যে কর্মসূচি ঘোষণা করে শিক্ষকরা সন্দেহের সৃষ্টি করেছেন । আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি জানেন "POINT OF NO RETURN” এর মানে কি ? আমরা বন্ধ হওয়া সত্ত্বেও দিন রাত শুধুমাত্র এই চরম দলবাজ লোকগুলোর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছি আর আপনি বললেন আপনি নাকি এই আন্দোলনের মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।
মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই গত সরকারের আমলে আপনারা ২ দল যখন আলোচনা চালাচ্ছিলেন তখন হঠাৎ করে একদিন আপনারা হরতাল ডেকে বসলেন । তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলে আপনারা বলেছিলেন আলোচনা আলোচনার জায়গায় আর আন্দোলন আন্দোলনের জায়গায় ।
স্যার এই আন্দোলনটা শুধু শিক্ষক সমিতি করলে কিছু গন্ধ পেলে হয়ত ঠিক ছিল কিন্তু আমরা এতজন মিলে যখন এতে যোগ দিলাম তবুও আপনি গন্ধ পাচ্ছেন। একটা কথা আছে “একজন মানুষকে অনেকদিন ধরে বোকা রাখা যায়,অনেক মানুষকে কিছুদিন বোকা রাখা যায় কিন্তু অনেক মানুষকে অনেক দিন ধরে বোকা রাখা যায় না”। বুয়েটে প্রতি বছর শুধুমাত্র ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীরাই শিক্ষক হয়।
আজ তাঁরা কি কিসের মোহে তাঁদের ৪ বছরের কস্টের ফল বিসর্জন দিতে যাচ্ছে তা কি একবারো আপনার বিবেক আপনার থেকে জানতে চায় নি ?? আমরা তো জানিই এই ভিসির হাত থেকে রক্ষা পেলেও আমরা আরেক দলীয় ভিসির হাতে পড়ব । আমাদের এই আন্দোলনটা শুধু এই ভিসি নয় পরবর্তী সব ভিসির জন্য একটা বার্তা হয়ে থাকবে । আপনি কি মনে করেন এই ভিসি স্যারের অধীনে আমরা আবার যদি ক্যাম্পাসে ফিরে যাই তাহলে স্বাভাবিক ভাবে চলতে পারব? আমাদের টীচাররা কি আগের মত পড়াতে পারবে বা তাঁদের অন্যান্য কাজগুলো করতে পারবে ??
আজকে আমাদের ভিসি স্যার বললেন শিক্ষকরা যদি পদত্যাগ করেন তাহলে তিনি নাকি বাইরের থেকে শিক্ষক ভাড়া করে এনে পড়াবেন । প্রথমে তাঁর কথাটা প্রলাপ মনে হলেও এখন বুঝতে পারলাম তিনি কিভাবে এই প্রলাপ বকতে পারলেন । আপনি বুয়েট অস্থিতিশীল করার পেছনে শিক্ষকদের দুরভিসন্ধির গন্ধ পাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষা জীবন নষ্ট করার পেছনে ভিসি প্রোভিসির সাথে আপনার অবদানও কম না ।
আপনি বলছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন কিন্তু আমাদের দাবি তো একটাই ভিসি প্রোভিসির পদত্যাগ । এখানে আপনি আলোচনা করে তাঁদের রেখে দিয়ে সমস্যার সমাধান চান তাইলে সেই আলোচনার মানে টা কি ? আপনি আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়ে বললেন নাও এবার বাঁচো তার ফল কি হবে তা তো আপনি নিশ্চয় অনুমান করতে পারছেন ।
মাননীয় প্রধানমন্ত্রীকে প্রায়ই বলতে শুনি “আমাদের সময় আন্দোলন বেশী হয় কারণ আমরা সত্যিকারের গনতান্ত্রিক সরকারের মত আচরণ করি । তাই আমদের সময় সবার চাওয়া পাওয়া বেড়ে যাই । “ ওঁনার কথাটা বিশ্বাস করেই গণতান্ত্রিক সরকারের কাছ থেকে একটা গণতন্ত্র মন্সক সিদ্ধান্ত কামনা করছি ।
আমরা জানি ভিসি স্যার ওঁনার গৃহশিক্ষক ছিলেন তাঁর প্রতি ওঁনার দুর্বলতা থাকতেই পারে কিন্তু আমাদের সবার জীবন নস্ট করে যদি তাঁর প্রতি দুর্বলতা প্রকাশ করা হয় তা কি আদৌ সমীচীন হবে ।
স্যার শুধু আমাদের কথা চিন্তা করে হলেও তাঁদের অপসারণ করুন । ভিসি-প্রো ভিসি পোস্টাই দেশে সবচে বড় পদ নয়। এর থেকে আরো অনেক বড় পদে তাঁদের নিয়োগ দিয়ে হলেও আমাদের বাঁচান । আপনাকে এখন পর্যন্ত আমরা এই সরকারের সবচে সফল মন্ত্রী মনে করি আমাদের এই ধারণাটাকে ভুল প্রমাণ করবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।