আমাদের কথা খুঁজে নিন

   

টিপে টিপে টুপে টুপে

ছন্দে ছন্দে বন্দে বন্দে আগিলো বরিষা পাটে পাটে মাঠে মাঠে ত্বরিলো সহসা। পথে পথে ঘাটে ঘাটে পতিলো ঝিরঝির হাতে হাতে গায়ে গায়ে ভরিলো শিরশির। গাছে গাছে শাখে শাখে সজিলো পাতা হেসে হেসে নেচে নেচে বরিলো লতা। গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে আসিলো বাদল গানে গানে তালে তালে বাজিলো মাদল। ঘুরে ঘুরে ভিজে ভিজে ধুইলো গা কেঁদে কেঁদে যেঁচে যেঁচে মাফিলো মা।

ক্ষণে ক্ষণে শনে শনে উঠিলো সুর মনে মনে প্রাণে প্রাণে ঢাকিলো সুমধুর। কাশে কাশে ঘাসে ঘাসে জাগিলো নন্দি ফুলে ফুলে দলে দলে আটিলো ফন্দি। ছুটে ছুটে ঘুরে ঘুরে সিঞ্চিলো বারি মেখে মেখে ছুঁয়ে ছুঁয়ে মুদিলো পুরী। ছলে ছলে মেগে মেগে ডাকিলো বাতায়ন টুপে টুপে রিনে ঝিনে কামিলো শ্রাবণ। ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.