আমাদের কথা খুঁজে নিন

   

গল্পঃ নীলা,জিতু আর পা টিপে টিপে আসা বসন্ত

I deem them mad because they think my days have a price... রাগে পুরো গা থর থর করে কাপতে থাকল জিতুর। ওই মেয়েটার সমস্যা কি??কি দরকার তার ক্লাসের সবার সাথে অত হেসে হেসে কথা বলার!!ভাবতে ভাবতে জিতু রাস্তায় গর্তে পড়ে পা ফাটিয়ে ফেলে। জিতু ছেলেটা সবসময় কেমন জানি ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, নিলা ওর দিকে তাকালে এমন একটা ভাব করে চোখ ফিরিয়ে নেয় যে ভুল করে অন্যদিকে তাকাতে গিয়ে এদিকটায় চোখ পড়ে গিয়েছিল। সবসময় এত ভাব ধরার কি আছে নীলা বুঝে পায়না। হলে আসার পর জিতু দেখল বেশ খানিকটা জখম হয়েছে, পায়ের ব্যাথার সাথে পাল্লা দিয়ে নিলার জন্য ব্যাথা টাও ধীরে ধীরে বাড়ছে।

ইদানীং জিনিস টা কেন জানি বেশি বেশি হচ্ছে। প্রথম যেদিন ক্লাসে তাকে দেখল সেদিন ই যে তাকে খুব ভাল লেগেছিল তেমন নয়, কিন্তু সময় যেতে যেতে নীলার চোখ মুখ তার বুকের মাঝখানের চামড়া পুড়ে পুড়ে কেউ যেন খোদাই করে দিল। ওই মুখটা আজ আর এক মুহূর্তের জন্য ও ভুলতে পারেনা। মাঝে মাঝে নিজের উপরেই বিরক্ত হয় সে। যে মেয়ের সাথে এখন পর্যন্ত ভাল করে কথাই হয়নি...হায় সেলুকাস।

আজকে ছেলেটা কেমন জানি করল। ক্লাসের সবার সাথে বসে গল্প করছিল নিলা। জিতু ও ছিল। মাঝে মাঝেই আড়চোখে নীলার দিকে তাকাচ্ছিল। কিন্তু রাজিব নীলাকে ডাকলে নীলা ওর দিকে ফিরতেই কেমন যেন হন হন করে চলে গেল জিতুটা।

ছেলেটা কি তাকে...??ধ্যাত!! কি ভাবছে সে??ওই ছেলেটা??কক্ষনো সম্ভবনা। এত ভাব তার!!কিন্তু ছেলেটার চোখগুলো এত সুন্দর!!কখনো বলা হয়নি। একবার যখন সে নীলার দিকে সরাসরি তাকিয়েছিল তখন নীলার মনে হচ্ছিল একটা মানুষের চোখের এতটা তেজ থাকে কিভাবে??মনে হচ্ছিল নীলার ভেতরের সব পড়ে ফেলছিল ওই চোখ দুটি। নীলা কিচ্ছু লুকাতে পারছেনা,কিচ্ছুনা। ফুলের দোকানের সামনে আধঘণ্টা যাবত ঘুরছে জিতু।

এতটা অস্থির আর অসহায় নিজেকে আর কখনো লাগেনি। কাল রাতে যখন সে ঠিক করল –না, আর পারছেনা ,মেয়েটাকে তার চাই ই চাই,আজকেই সব খুলে বলে ফেলবে,তখন নিজেকে আলেক্সান্দার এর মত সাহসী মনে হচ্ছিল। কিন্তু দিনের আলো ফুটতে না ফুটতেই সব আবার মিইয়ে গেল, সব সাহস উবে গেল কর্পূরের মত। কিন্তু...???আর ভাবতে পারেনা জিতু। পকেট থেকে মানিব্যাগ টা বের করে সে।

আজকে কেন জানি একটু আগেই চলে এসেছে নীলা। কেন সে নিজেও জানেনা। হয়তো এমনটাই হওয়ার কথা ছিল। এসেই ফাকা ডিপার্টমেন্টে জিতুকে দেখতে পেল। আজকে ছেলেটাকে একদম অন্যরকম লাগছে।

কেমন করে জানি তাকাচ্ছে এইদিকে??পাস ফিরতে গিয়ে দেখে এদিকেই আসছে সে। হঠাৎ নীলা কেন জানি সব বুঝে গেল,চোখ মুখ লাল হয়ে গেল এমনিতেই। জিতুর হাতের আড়ালে ফুল দেখে নীলার মনে হল ছেলেটাকে গিয়ে এখনই এতদিনের ঝাল মিঠায় -এত দেরি হল কেন তোর??মরে যাচ্ছিলাম আমি। তুই কই ছিলি?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।