কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
এসে গেল বাংলাদেশী বাঙ্গালীদের আরেকটি জাতীয়তাবাদের প্রশ্নে কঠিন পরীক্ষা দেয়ার পালা।
ইহা কোন ক্রিকেট খেলা নয়।
জয় পরাজয় যা একটি খেলার অংশ।
ইহা বেঁচে থাকার তাগিদে আমাদের আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে নিজেদের দাবী আদায়ে সোচ্চার হওয়া কোন দেশের বিরুধীতা নয়। প্রতিবাদের কোন বিকল্প নাই।
নিজের প্রয়োজনের কথা বলতে বলতে পরাজিত হওয়া চলবে না। এখানে একটি মাত্রপথ জয়ী হতে হবে । এখনে পারজয় প্রত্যাশীত নয়। তা হতে দেয়া যাবে না।
১৪কোটি বাংলাদেশী বাঙ্গালীকে হত্যা করা যাবে না।
যার জীবন এই নদী।
যাদের প্রাণের সাথে মিলে আছে দেশের শত শত নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে যে সভ্যতা। তাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র তাকে রুখতে হবে। প্রয়োজনে সর্ব্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।
আর আমরা তাদের পন্য বর্জন করবো যা করলে আমাদের আওয়াজ তাদের কানে পৌছবে। এবং এই কারনে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।