আমাদের কথা খুঁজে নিন

   

শেয়াল কেন কাদে

অনেক দিন আগে ভাটির এক দেশে এক দয়ালু রাজা ছিলো । সবকিছুই ভালই চলছে প্রজারা ভালই আছে (উজির সাহেবের রিপোর্ট অনুসারে) । শীত কাল এসেছে সাঝের পরেই শেয়াল গুলান কেমন করুন শুরে হুয়া হুয়া ডাকে । রাজার বড় মায়া লাগে । রাজা : উজির সাহেব শেয়াল কেন কাদে ? উজরি : শীতে হুজুর শীতে ।

রাজ : যান উজির সাহেব রাজ কোষ হতে শেয়াল দের ৮ কোটি কম্বল দিয়ে আসেন । উজরি : জো হুকুম মহারাজ । উজির সব কম্বল নিজের গোডাউনে রেখে কিছু ছেড়া কাথা আর কম্বল এদিক সেদিক আখের জমিতে ফেলে আসলো । পরের দিন আবার শেয়াল হুয়া হুয়া ডাকে । রাজা : উজির সাহেব শেয়াল আবার কেন কাদে ? উজরি : শীতে হুজুর শীতে ।

আপনার দেয়া শীত বত্র পেয়েছে কিন্তু কানে যে বেজায় ঠান্ডা লাগে তাই । রাজ : যান উজির সাহেব রাজ কোষ হতে শেয়াল দের কান টুপি দিয়ে আসেন । উজরি : জো হুকুম মহারাজ । উজির সব কানটুপি নিজের গোডাউনে রেখে কিছু কানটুপি এদিক সেদিক আখের জমিতে ফেলে আসলো । পরের দিন আবার শেয়াল হুয়া হুয়া ডাকে ।

রাজা : উজির সাহেব শেয়াল আবার কেন কাদে ? উজির : খিধার জালায় হুজুর । রাজ : যান উজির সাহেব রাজ কোষ হতে শেয়াল দের ১০০ মন চাল দিয়ে আসেন । উজরি : জো হুকুম মহারাজ । উজির সব চাল নিজের গোডাউনে রেখে কিছু চাল এদিক সেদিক আখের জমিতে ফেলে আসলো । পরের দিন আবার শেয়াল হুয়া হুয়া ডাকে ।

রাজা : উজির সাহেব শেয়ালরা এতো কিছু পাওয়া পরও কেন কাদে ? উজরি : কাদেনা জনাব আপনার গুনগাণ করে । রাজা গত হয়েছেন বহু বছর তার স্থানে কত রাজাই এলো গেল । আর উজির এই উজির আজও আছে আমাদের ঘাড়ে জনম জনম থাকবে । তারা অমর তারা মরতে পারেনা । .....?? http://www.facebook.com/Agrobd  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.