There is more than one of everything...
একদা শিয়াল এসে বাঘের বাসার সামনে বেশ গালিগালাজ করছিল।
"ঐ হারামজাদা বাঘ,কুত্তা,ইতর বের হ বাসা থেকে...তোকে আজকে...। "
বাঘ একদম চুপচাপ।
বাঘিনী তো থ।
"শেয়ালের মতো একটা প্রাণী তোমাকে এত গালিগালাজ করছে আর তুমি চুপচাপ???"
বাঘ বলল,"শিয়াল ছোটখাট প্রাণী,ওর সাথে লেগে কি লাভ?"
এই ঘটনার আবার পুনরাবৃত্তি হল।
শিয়াল এসে গালিগালাজ করে বাঘের বাসার সামনে,বাঘ কিছুই বলেনা।
কিন্তু একদিন বাঘ বাসায় ছিল না,বাসায় শুধু বাঘিনী ছিল।
শিয়াল যথারিতী গালিগালাজ শুরু করল।
"ঐ বাঘ বের হ বাসা থেকে। "
বাঘিনী তো গেসে চেইতে।
সে বাসা থেকে বের হয়ে দিল শিয়াল কে ধাওয়া।
শিয়াল ছুটছে আগে,বাঘিনী পিছে।
এভাবে ছুটতে ছুটতে এক জায়গায় একটা ইংরেজী ভি আকৃতির গাছ ছিল।
শিয়াল গাছের চিপা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল।
কিন্তু বাঘিনী লাফ দিয়ে আটকে গেল।
সে সামনেও যেতে পারেনা,পিছাতেও পারেনা। গাছের চিপায় আটকে থাকল।
শিয়াল তখন বাঘিনীর পিছনে যেয়ে বাঘিনী কে ইচ্ছা মতো লাগাইলো (!)(কি লাগাইছে বলি নাই কিন্তু ...)
এর পরে আবার যেদিন শিয়াল যেয়ে বাঘের বাসার সামনে গালিগালাজ করছিল,এবার বাঘিনী বলল,"শিয়াল ছোটখাট প্রানী,ওর সাথে লেগে কি লাভ !!! "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।