যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
আজকের প্রশ্নটাও সহজ, বলা যায় বেশ সহজ। তাও চেষ্টা করার দাবী রাখে। বিশেষ করে যাদের ভ্রমন করতে হয় খুব, তাদের জন্য স্যুটকেস প্যাকিংয়ের সময় এই বিদ্যা কাজে দেয়।
ছবিতে দেখতে পাচ্ছেন, নীল রঙের একটি বড় আয়তক্ষেত্র, ভেতরে তার সাইজ লেখা আছে (আড়াআড়ি দৈর্ঘ্য x লম্বালম্বি দৈর্ঘ্য)। ধরুন এটা আপনার ইউনিভার্সিটির "স্টুডেন্টস ক্লাব এ্যাকটিভিটি নোটিশ বোর্ড"।
পাশে রাখা হাল্কা গোলাপী রঙের আয়তাকার কাগজগুলোকেই (উপরের মতো এদেরও সাইজ দেয়া আছে) শুধু নোটিশবোর্ডিতে সাঁটা যায়। তাই ছাত্রদের কোন ক্লাবের যখন একটি বিজ্ঞাপণ বা নোটিশ দেয়ার দরকার হয়, তারা অফিস থেকে এই গোলাপী রঙের কাগজ জোগাড় করে, তাতে নোটিশটি প্রিন্ট করে নোটিশবোর্ডে সেঁটে দেয়।
সামনে ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী; সব ক্লাবই চাইছে কিছু না কিছু করতে। সবাই বিজ্ঞাপণ দিতে চায়।
বিজ্ঞাপণের কাগজ নোটিশবোর্ড এলাকার বাইরে বের হয়ে থাকতে পারবেনা, এবং দুটো বিজ্ঞাপণের কাগজ পরস্পর ওভারল্যাপ করতে পারবেনা -- এই শর্ত দুটো মানতেই হবে।
সর্বোচ্চ কয়টি বিজ্ঞাপনের কাগজ সাঁটা যাবে?
কিভাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।