আমাদের কথা খুঁজে নিন

   

উড়ে যাব তোকে নিয়ে জোসনা ভেজা কাতর কুয়াশায়....

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। তোর কথা ভেবে ভেবে বিকেলে সুর্যের ঘাড়ে হাত রেখে হেঁটে যাওয়া নিরন্তর। সন্ধ্যারাতের ঝাড়বাতি ছুঁয়ে জানালার কোল ঘেঁষে আঁধারের আনাগোনা, তোর আগমনী বার্তা বাতাসের চিরকুটে লিখে দিয়ে গেছে ভবঘুরে সোনালী চিল। তুই আসবি বলে অলৌকিক মুগ্ধতায় মেঘমল্লার রেওয়াজ শুনি, পৃথিবীর শুদ্বতম সংগীত হয়ে ঢেউ খেলে যায় আমার পেনসিলে আঁকা মৃত চোখের জলে। জানালার ফাঁক গলে একেকটি চোখ কেপে কেপে জেগে উঠে জোনাকীর কোলাহলে।

তুই আর আমি ভেঁপু হয়ে উথালপাথাল হাঁক ডাক দিয়ে তালা লাগিয়েছিলাম শহরের প্রতিটি দেয়ালের কানে। দেয়ালের অব্যক্ত গল্পগুলো মেঘ হয়ে উড়ে গেছে আকাশে আকাশে। আকাশের প্রতিশোধ স্পৃহায় খুন হই জন্ম, জন্মান্তর। একদিন তুই তুমুল ঝড় তুলেছিলি আমার কাগজের নৌকায়, আমি মাঝি হয়ে মিশে গিয়েছিলাম উদাস জোসনায়, হাতের লগিতে ফুঁ দিয়ে সুর তুলেছিলাম, ঠিক যেন চৌরাসিয়ার বাঁশি। ...বাঁশির সুরে ডুবে যায় আমার যাবতীয় দৃশ্যমানতা ।

আমি অদৃশ্যে এক জোড়া বুড়ো শালিকের প্রকাশ্য চুম্বনের পূনর্জন্ম প্রার্থনায় নিরবে শামিল হই তোর পায়ের পাতায় ভর করে। পুনর্জন্মে আমি সোনালী চিল হব.......উড়ে যাব তোকে নিয়ে জোসনা ভেজা কাতর কুয়াশায়.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।