আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের সনে মেঘ উড়ে

চাঁদের সনে মেঘ উড়ে
জলের বুকে ঢেউ
আমার মনে দোলা লাগে
বাসবে ভাল কেউ?

যে আমাকে বাসবে ভাল
তারে দেবো হৃদয়
হৃদয় তাহার ভরিয়ে দেবো
সোহাগ প্রীতির চুমোয়,

হিরের আংটি সোনার বালা
সাত-নড়ী হার গলায়
বেনারশী শাড়ী দেবো
লাল আলতা পায়;

আদর দেবো সোহাগ দেবো
দেবো প্রীতি অন্ত প্রান
প্রেম-দোলনায় দোলে দোলে
গাইব প্রেমের গান;

সোনার পালং রূপার চেয়ার
দু'জন দু'জনার
সুখে দুঃখে পাশাপাশি
সোনার এ সংসার;

ডাল ভাতে উদর পূর্তি
হৃদয় পূর্তি প্রেমে
শাখ খেয়ে ঘিয়ের ঢেক
সুখ উল্লাশে জমে।

হাতে হাত, কাঁধে কাঁধ
চলব পাশাপাশি
কাতর চোখের নিরব প্রেমে
উঠবে হৃদয় হাসি।

================

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।