ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । চন্দ্রগ্রহন হবে কি তোমার মনে আমার কারনে ? তুমি কি জানো প্রজাপতি কিভাবে উড়ে বেড়ায় ? নদীর জল কিভাবে বয়ে যায় ? ফুল কিভাবে ফোটে ? কৃষ্ণচুড়া কিভাবে লাল হয় ? গোধুলী বেলার রং কি ? হয়তো এসব কিছুই জাননা । তবে এটা হয়তো ঠিকই জানো কারো হৃদয় কিভাবে ক্ষতবিক্ষত করতে হয় । ঠিক বলেছি না ?আরে একটু মজা করলাম তোমার সাথে । আমিতো সব ভুলে গেছি ।
কারন সব দোষ হয়তো আমার ছিল ।
এ হচ্ছে আমার মন এখানে শুধুই আমি ,আমি ছাড়া কারো অস্তিত্ব নেই । মাঝে মাঝে কেউ এসে মনের জানালায় উকি দেয় তখন কিছু আলো এসে পড়ে মনের মেঝেতে । কেউ বা হাসে কেউ বা উপহাস করে । যখন তাদের মন ভরে যায় তারা ছেড়ে চলে যায় জানালাটিকে ।
তখন নেমে আসে গহিন অন্ধকার । এভাবেই হয়তো জীবন বয়ে চলা নিরন্তর . . . . .
..............................
চাঁদটা যখন দূরে থাকে তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং তাকে পেতে খুব কিন্তু যখন সেটা ছুয়ে দেখতে চাওয়া হয় তখনি বোঝা যায় চাঁদটাকে পাওয়ার আশা করার যন্ত্রনা কত ভয়ংকর ...হারানো মানুষ গুলো ফিরেনা আর আমরা ইচ্ছে করলেই তাঁদের ছুঁয়ে দেখতে পাই না , কষট হয় আমাদের মনে হয় এই বুঝি কষ্টে মরে যাচ্ছি , কিন্তু না আমরা বেঁচে থাকি ...আর এটার নামই জীবন ......।
উড়ে আশা ভাবনা গুলো অনেক কিছু দিয়ে গেলো অনেক কিছু নিয়ে গেলো ...আমি স্বার্থপরের মতো দুঃখ ভাবনা গুলোকে দরজার বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করলাম হোক তা যোতই প্রিয় আর সুখ ভাবনাটা বুকে জড়িয়ে আবার সামনে এক পা রাখলাম... এটাই জীবন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।