আমাদের কথা খুঁজে নিন

   

৫০তম পোস্ট , সাথে আমার তোলা কিছু ছবি....

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না এইতো সেদিন সামহয়্যারইনে লেখা শুরু করলাম , এর মধ্যে কবে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারিনি।পড়াশোনার চাপে এখন ব্লগে আসাও প্রায় বন্ধই বলা যায়। তাই অনেকদিনের বিরতির পর লেট বর্ষপূর্তি পোস্ট । মোটামুটি কাকতালীয়ভাবে এটা একই সাথে সামুতে আমার হাফ সেঞ্চুরি পোস্ট । বরাবরের মত আজকেরটাও ছবি পোস্ট..... জল...তার উপর গাছের ছায়া...তারও উপর অসীম আকাশ--প্রকৃতির প্রতিচ্ছবি! রঙিন পাখা! রং শুধু আকাশের পাখির ডানায়ই না,নদীর বুকেও পাখা মেলে ভেসে বেড়ায়..... ছবিটা ফেরি তে পদ্মা নদী পার হবার সময় বাসের জানালা দিয়ে তোলা চলার পথে ফুল দেখলেই চোখ আটকে যায়....ধানমন্ডি লেক থেকে তোলা। কী সুন্দর মিষ্টি একটা গোলাপ!! কৃষ্ণচূড়া ফুল ঝরা ফুল,তাতে কী! সৌন্দর্য কিন্তু এতটুকুও কমেনি... বৃষ্টির পর সদ্য ভেজা ফুলের সৌন্দর্য্য অন্যরকম। কাছ থেকে তুলতে পারলে মনে হয় আরো সুন্দর হত। এই ছোট্ট ফুলটার নাম জানি না। ছোট হলেও কিন্তু সৌন্দর্য্যে কারো চেয়ে কম নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.