আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবি’র ৫০তম পোষ্ট!!! আবারো কিছু হিজিবিজি অপচেষ্টা!!

You can't buy love on eBay. অনেক দিন পর কিছু অপচেষ্টা নিয়ে হাজির হলাম। ব্যক্তিগত ব্যস্থতায় অনেক দিন ব্লগে সময় দিতে পারিনি। আশাকরি সবাই ভালো আছেন। তবে সুখের কথা যে হিবিজিবি এখন স্ব-পরিবারে ভিয়েনা, অষ্ট্রিয়ায়। পড়াশুনা নিয়ে যদিও খুবই ব্যস্ত সময় যাচ্ছে তবুও আছি ব্লগের সাথে!! ১. যে দিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনেই ভালোবাসার বীজ বুনেছিলাম একটুখানি পাওয়ার আশায় বুক বেঁধেছিলাম পাওয়া তো দূরের কথা হাতটাও ছুঁতে পারিনি।

তুমি ফুল ভালোবাসতে খুব তাইতো যত্ন করে গড়ে তুলেছিলাম ছোট্ট একটি বাগান যেখানে ছিল তোমারি পছন্দের সব গাছ। পড়ার ঘরের জানালা দিয়ে তাকিয়ে থাকতাম ছোট্ট বাগানটায় যদি কখনো আস তুমি যেন দিতে পারি নিজ হাতে একটা গোলাপ। তোমার প্রতীক্ষায় থেকে থেকে টকটকে লাল গোলাপের পাপড়ি গুলো একে একে ঝরে পরত, তাইতো কখনো ঠাঁয় হয়নি তোমার খোঁপার ফুলদানিতে। রোজ বিকেলে হাতটা ধরার তৃষ্ণা নিয়ে বউচি খেলার মাঠের পাশে কত বসে থেকেছি কেউ আমায় ডাকেনি হতে খেলার সাথী, এখানেই আমার প্রথম প্রেমের সমাপ্তি। ২. আজ বিকেলটা কেন যেন অন্যরকম কেন কিছুই ভালো লাগছে না বারবার ফিরে পেতে ইচ্ছে করছে হারিয়ে যাওয়া সেই শৈশব।

খুব করে মনে পড়ে- বাড়ির পরে সবজি ক্ষেতের পাশে সবাই মিলে চড়ুইবাতি খেলা, স্কুল ফেরার কালে পথের ধারে বরই গাছে ঢিল মেরে বরই খাওয়ার মজা। ভরা বর্ষায় কলা গাছের ভেলায় চড়ে শাপলা তুলতে বিলের মাঝে ছুটে চলা, আর বর্ষা শেষে বন্ধুরা মিলে খাদ সেচে মাছ ধরা। চৈত্র সংক্রান্তির মেলা হতে কেনা হতো নাটাই আর ঘুড়ি, কয়েক দিন চলত ঘুড়ি কাটাকাটি খেলা আর এই নিয়ে কত মাতামাতি। যদিও এখন খুব ইচ্ছে করে ফিরে পেতে সেই দুর্দান্ত শৈশব সময়, কিন্তু সেই শৈশবে শুধু মনে হতো কবে যে বড় হবো!! ৩. একাকিত্বে আমার স্বপ্ন গুলো দ্বিগন্তে মিশে যায় শব্দ গুলো হারিয়ে যায় যেন অন্ধকার ঘিরে রাখে চারদিক। জানি আলো হীন ঘর হয় অন্ধকার কিন্তু জানালা গুলো আমার হৃদয়টা উন্মুক্ত করে দেয় সবার জন্য, যেখানে সবাই দেখে তোমার আলোময় উপস্থিতি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।