আমাদের কথা খুঁজে নিন

   

৫০তম পোস্ট, বর্ষপূর্তি, এবং অন্যান্য

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

ব্লগে এটা আমার ৫০ তম পোস্ট। আবার একই সাথে ১ বছর হতে চললো। [ যদিও নিয়মিত লিখছি ৬-৭ মাস ধরে মাত্র। ] ব্লগের মত বিশাল একটা জায়গায় এটা কিছুই না। কিন্তু ব্লগ থেকে আমার প্রাপ্তি অনেক।

কিছু দিন আগে কৌতূহলের কারণে, নিজের নাম লিখে সার্চ দেই গুগলে। দেখি ফেসবুকের একটা গ্রুপের আমার একটা লেখার লিংক। গ্রুপটা ব্রাজিলের ফ্যানদের! আমি সর্বপ্রথম বার্সেলোনার ভক্ত। সেকেন্ডারি চয়েস আর্জেন্টিনা। কিন্তু তাই বলে ব্রাজিল পেলে কামড়া-কামড়ি শুরু করি না।

যাই হোক, গেলাম সেই গ্রুপে। গিয়ে দেখি, ব্রাজিল নিয়ে আমার একটা লেখা সেখানে শেয়ার করা হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। ব্লগ ছাড়া এই ধরনের ভালো লাগা কি পাওয়া সম্ভব? ফুটবল নিয়ে লেখা সিরিজে সবার কমেন্ট, রেটিং, পড়া সবক্ষেত্রেই আন্তরিকতার স্পর্শ অনুভব করেছি। এমনকি অনেক প্রিয় ব্লগারের পদধূলিও আমার ব্লগে পড়েছে এই সিরিজের কারণে।

৫০টা পোস্টের মধ্যে এই সিরিজের পোস্টগুলোর প্রতি ভালোবাসাটা তাই অন্যরকম। যে দুজনের জন্য ব্লগে আসা, সেই দুজনের মন্তব্য যে পোস্টে থাকে , তাকে তো ভালো না লেগে উপায় নেই! তামিম ইরফান এবং নাফিস ইফতেখার। সাম্প্রতিক সময়ে শেষ করা সিরিজ বলতে গেলে ঝড়ের বেগে শেষ করতে হয়েছে। প্রথম পর্ব লেখার পর কয়েকজনের আগ্রহ আর ভালোলাগা দেখে একটা দায়িত্ববোধ এসে যায়। অন্তত ৫ জন মানুষও যদি এই সিরিজ থেকে অনুপ্রাণিত হয়, তাহলে আমার কষ্ট সার্থক।

ব্লগে এখন পর্যন্ত কারো সাথে ঝগড়া-বিবাদ হয়নি। হবেও না আশা করি। সহযোগিতা পেয়েছি অনেক। বিশেষ করে বাবুনি সুপ্তি আপুর কথা না বললেই নয়। 'হ্যামেলিন এর বাঁশিওয়ালা' ভাইয়া যে কোথায় গেলো বুঝলাম না! উনিও অনেক উৎসাহ দিয়েছেন।

'বারামদী' ভাই আমার ব্লগে প্রথম মন্তব্য করেছেন। তাঁর প্রতি অনেক কৃতজ্ঞতা। যে মন্তব্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে সেটা হলো, পরবাসে বাস করা মানুষদের নিয়ে লেখা একটি কবিতায় ব্লগার 'প্রবাসী রনি'র করা একটি মন্তব্য [৬ নং] ৫০ টি পোস্টের মধ্যে এই পোস্টটি আমার সবচেয়ে প্রিয় । যারা আমার পোস্ট পড়ে বিভিন্নভাবে আমাকে উৎসাহ দিয়েছেন তাঁদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরো আগডুম-বাগডুম লিখতে পারি।

ভালো থাকবেন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.