আজকে হঠাৎ করে নিজের প্রফাইল দেখতে গিয়ে দেখি আমি গত ২ মাসে ৪৯টি পোস্ট করেছি। দেখার পর নিজেই একটু চমকে উঠি আমি কি ভুল দেখছি নাকি সত্যি। তাই মনে করলাম আমার ৫০তম পোস্টটা করেই ফেলি কিন্তু কি নিয়ে লিখব বুঝতেই পারছিলাম না মাথাটা পুরা খালি। ঠিক তখনি মনে হল আমার আম্মা হবার গল্পটা লেখা যায় ।
খুব বেশি না মাত্র তিন বছর আগের কথা, আমি আম্মা হলাম।
আনন্দের সংবাদ আমার জন্য। তারিখ আমার মনে নেই তবে ২০০৬ এর শুরুর দিকের ঘটনা। ইয়াহুতে আমরা জনাকয়েক বন্ধু মিলে কন্ফারেন্সে আড্ডা দিচ্ছি। সবাই নানা বিষয় নিয়ে কথা বলছে। আমি শুধু 'হু' 'হা' টাইপ উত্তর দিচ্ছিলাম।
তারপর কি একটা ব্যপারে আমি কথা বলতে চাচ্ছি কিন্তু সবার কথার জ্বালাতনে বলতে পারছিলামনা। তারপর আমি খুব শান্ত গলায় বললাম "বাবা মঈন.. বাবা আমার..আমাকে মাইকটা দাও আমি কিছু কথা বলব। " মঈন ঠিক তখনি বলে উঠে "আমার নিজের আম্মাও আমাকে এত মধুর করে বাবা বলে ডাকে নাই... আজ থেকে তুমি আমার আম্মাগোগোগোগোগোগোগোগো................." বাস আমি হয়ে গেলাম আম্মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।