আমাদের কথা খুঁজে নিন

   

৫০তম পোষ্ট ঃ ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে?!!



দেশজুড়ে উৎকন্ঠা, রাস্তায় রাস্তায় বাধা নতুন গড়ে উঠা চেকপোষ্ট গুলিতে, দেশ ঢেকে আছে নিরাপত্তার চাদরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ব্লগার ভাই-বোনেরা খুব বেশী জরুরী কাজ না থাকলে ঘরেই থাকুন আজ। দিনব্যাপী সামুতে হানা দিন, ব্লগবাজী করুন। গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি ঢাকাসহ সারা দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। পুরো দেশকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

আজ ১৯শে নভেম্বর ২০০৯ বহুল আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় ঘোষনার দিন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান সরকারের এই ব্যাপক আয়োজন। প্রতিটি রাস্তায়, মোড়ে মোড়ে হঠাৎ করে বসানো চেক পোষ্টগুলিতে র‌্যাব, পুলিশ ও আনসারের সরব উপস্থিতি। শুধু রাস্তারই নিরাপত্তা বৃদ্ধি করা হয়নি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থানগুলিতে করা হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। সর্বত্র গোয়েন্দাদের সর্তক নজরদারি।

পদে পদে আপনার যাত্রার ছেদ টানবে এই বিশেষ নিরাপত্তার আয়োজন। আপনার প্রতি নিক্ষিপ্ত হবে নিরাপত্তা বাহিনীর সন্দেহের দৃষ্টি। আপনি পড়বেন তল্লাশির কবলে। সম্মুখীন হতে হবে নিরাপত্তা কর্মীদের শীতল কন্ঠের সাওয়াল জবাবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাসহ বাংলাদেশ ¯¦াধীন হওয়ার পর থেকে এই পর্য›ত যে সকল রাজনৈতিক হত্যাকা›ড সংঘটিত হয়েছে সে সকল হত্যাকা›েডর নিরপেক্ষ বিচার হউক তা বাংলাদেশের আর আট দশটা সাধারন নাগরিকের মত আমারও কাম্য্য।

কি›ত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়কে ঘিরে যে মাত্রার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে তা কিছুটা হলেও দেশের সাধারন মানুষের মধ্যে উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়েছে। যা দেশের সাধারন মানুষের আজকের প্রাত্যহিক স¦াভাবিক কর্মকা›ডকে বাধাগ্র¯হ করতেও পারে । এক বিশেষ উপলক্ষ্যকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থাসহ সরকারের এতো ব্যস্ত তটস্থ কর্মযজ্ঞ দেখে একটি আশাই শুধু হৃদয়ের মণীকোঠায় উকিঝুকি দেয় বারেবার - “ইস,্ আমরা সাধারণ নাগরিকেরা যদি সব সময় এই রকম সামাজিক নিরাপত্তা উপভোগ করতে পারতাম। ” জানি এই আশা শুধুই স্বপ্ন, অলীক কল্পনা । পাঁচ বছর পর পর শুধুই রাজার নাম ও চেহারা পরিবর্তিত হয়।

ভাগ্য পরিবর্তন হয় কেবলমাত্র রাজা, রাজপুত্র, রাজকণ্যা বা রাজ্যের ক্ষমতায় আসীন দলের নেতা, চামচা চামুন্ডাদের। আর প্রতি পাঁচ বছরান্তে রাজ্য ক্ষমতার এই পট পরিবর্তনে প্রজার চেহারা হয় মলিন থেকে আরো মলিনতর। প্রজারা বুঝতে শেখে এক রূঢ় বাস্তবতা -“তাদের আশার বাস্তবায়ন শুধু স্বপ্নেই সম্ভব, বা¯তবে নয় ”। বিঃদ্রঃ এই লেখাটির টাইটেলটিতে ও শুরুতে কবিতাটিতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা নামক কবিতা থেকে একটি লাইন ধার করেছি। আশা করি ব্যাপারটি সকল ব্লগাররা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

পুনশ্চঃ এই পোষ্টের মাধ্যমে আমি সামুর ফিফটি ক্লাবের সদস্য হলাম। অর্থাৎ ইহা ছিল সামুতে আমার ৫০তম পোষ্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.