ধুর
অনেক দিন থেকে আমার ব্লগে ৪৯ টা পোষ্ট হয়ে পড়ে আছে। ইচ্ছা ছিল দারুন একটা পোষ্ট দিয়া ৫০ মারমু। কিন্তু আমি ভাল লেখক নই যার কারনে ভাল কিছুই দিতে পারছিলাম না।
আজ হঠাৎ একজন আমাকে ফোন করে বলল সে আমার জন্য একটা গান সিলেক্ট করেছে।
গানটা আমার প্রিয় একটা গান।
এই গানটা সে যখন শুনে তখন নাকি আমার কথা মনে পড়ে।
আমি তাকে অনেক পছন্দ করি, সে যে আমাকে মনে করে তাতেই আমি খুশি।
আমরা কখনই ভাল বন্ধু হতে পারব না। কিন্তু তার জন্য আমি সব করতে পারব।
তাকে উৎসর্গ করেই অর্ণবের এই গানটা পোষ্ট করলাম।
এই গানটাই আমার কথা তাকে মনে করিয়ে দেয়।
আশাকরি ভাল লাগবে।
ভালবাসা তারপরওঃহোক কলরব
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিজে যায় রাতে
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিজে যায় রাতে
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
প্রখর রোদে পড়া পিঠ
আগুনের কুন্ডে শেকা হাত
শিশির ছোয়াঁয় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত
প্রখর রোদে পড়া পিঠ
আগুনের কুন্ডে শেকা হাত
শিশির ছোয়াঁয় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিজে যায় রাতে
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাব বলে
যখন চোখ ভিজে যায় রাতে
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো শূন্য আধাঁর আকাশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।