আজ আমি ৫০তম ব্লগ পোষ্ট করতে যাচ্ছি। ভাবতে ভালই লাগছে। গতকাল যখন আমি ৪৯তম পোষ্টটি লিখি তখন থেকেই ভাবছি ৫০তম পোষ্টটির কথা। কারন হাফ সেন্চুরি বলে কথা। তাই একটু হেজিটেশনে ভূগছিলাম। ক্রিকেটে যেমন ৫০তম ওয়ানডে কিংবা টেষ্ট খেললে খেলোয়াড়রা অভিবাদন পায় আবার ম্যাচে যখন ৫০তম রান করলে খেলোয়াড়রা ব্যাট উচিয়ে অভিবাদন জানায়। তেমনি আমার ৫০তম পোষ্টটিতে কলম উচিয়ে ভবিষ্যতে আরও লিখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলাম, পরম করুনাময় যেন আমাকে সেই শক্তি দান করে এই দোয়াই সকলের কাছে। আমার ৫০তম পোষ্টটি আমি উৎসর্গ করলাম যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও লাল সবুজের দেশ সেই সব বীর শহীদদের প্রতি, আমি উৎসর্গ করলাম গাজায় ইহূদী ইসরায়েলদের হামলায় নিহত সেই সব নিষ্পাপ শিশু ও বেসামরিক লোকদের প্রতি, আমার ৫০তম পোষ্টটি আমি উৎসর্গ করলাম যারা সত্য ও ন্যায়ের কথা বলে তাদের প্রতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।