বন্ধুত্বের আহবান... অনেকদিন আগে সেবার বইয়ে ব্রিটিশদের ন্যায় বিচারে প্রতিষ্ঠায় সাহসিকতাপূর্ণ দৃঢ় মনোভাবের সত্য একটি ঘটনা সম্পর্ক পড়েছিলাম। ঘটনাটি এরূপ- একটি ব্রিটিশ ক্যাডেটকে নৌবাহিনীর একজন ক্যাপ্টেন শুধু মাত্র এই অপরাধে বের করে দেন যে সে একদিন ঠিকমত জুতার ফিতা বেধে আসেনি। যদিও সামরিক বাহিনী উদ্ধর্তন কতৃপক্ষের যেকোন সিদ্ধান্তই চুড়ান্ত। তথাপি সেই ক্যাডেটের বাবা আদালতের সরাপন্ন হন। দীর্ঘদিন এই মামলাটি ব্রিটিশ আদালতে ঝুলন্ত অবস্থায় থেকে অবশেষে মামলাটির বায় ঘোষিত হয় এবং রায়ে সেই বালক ক্যাডেট যে এখন তিন সন্তানের জনক তার প্রতি যে অবিচার করা হযেছিল তা স্বীকার করা হয়। ঘটনাটি এজন্য বললাম কারন যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে দৃঢ় মনোভাব আছে তারাই আসলে একটি সুন্দর সমাজের অধিকারী হতে পারে। যেহেতু আমরা সামু ব্লগকে একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে হিসাবে জানি তাই আশা করছি এখানে সবকিছু স্বচ্ছ হবে এবং জবাবদিহিতা মূলক হবে। সেজন্য সম্মানিত মডারেটরদের প্রশ্ন করছি ঠিক কোন কারনে রাফিম্যান ব্লগারকে ব্যান করা হল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।