তারেক মাসুদকে আমরা মেরেছি, আবিদ কে আমরা মেরেছি, আমিনবাজারে ৬ ছাত্রকে আমরা পিটিয়ে মেরেছি। আমরা প্রতিনিয়ত আমাদের কে মেরে আবার আমরাই শোক করছি।
তারেক মাসুদ মারা গেলেন রোড এক্সিডেন্টে, আবিদ মারা গেলেন সাগরে ডুবে আর ৬ ছাত্রকে মারা হলো ডাকাত সন্দেহে, হ্যাঁ এটাই সত্যি। কিন্তু লোভে পড়ে, অমানুষের মত বিবেক কে বিসর্জন দিয়ে এদেশটাকে ধংস করছে কারা? আমি অথবা আপনি, আমরাই। রাস্তায় ভুয়া লাইসেন্সে গাড়ী চালাতে দিচ্ছে কারা? আমরা।
ফিটনেস ছাড়া গাড়ী বিভিন্ন অজুহাতে কারা রাস্তায় নামতে দিচ্ছে? আমরা। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন সমুদ্র বন্দর জেনেও একে এতটা নিরাপত্তাহীনভাবে পর্যটকদের হাতে ছেড়ে দিয়েছে কারা? আমরা। মানুষ এদেশের নীতি-নির্ধারক আর আইন-শৃংখলার উপর আজ এতটাই আতিষ্ট যে আজ তারা পদে পদে নিজের আত্মরক্ষার জন্য আইন হাতে তুলে নিচ্ছে। আমিনবাজারের ঐ নিরীহ গ্রামবাসী কে ডাকাত নামক ভয়াবহ এক যন্ত্রনার মধ্যে ফেলেছে কারা? আমরা। ধরে নেই ঐ ছাত্ররা খারাপ, পত্রিকায় একবার পড়েছি তারা ওখানে নেশা করতে গিয়েছিলো।
তো মাদকবিরোধী এত উদ্যোগের নামে টাকা আত্মসাত করে এদেশটাকে মাদক ব্যবহারের অভয়ারন্য করে গড়ে তুলেছে কারা? আমরা। এরকম আরো হাজারো অজুহাতে আমাদের সমাজের প্রত্যেক জায়গায় অনিয়ম, অশান্তি ঢুকিয়ে আরো মানুষ মারার প্রস্তুতি নিচ্ছে কারা? আমরা।
এভাবে আমরা প্রতিদিন আমাদের ভাই, বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিশ্চিন্তে নির্বিচারে মেরে ফেলছি। কেউ কিছু বুঝলেও কিছু বলতে পারছে না, কিছু করতেও পারছে না। খুব বেশি হলে নিজেকে সাধারন মানুষ দাবি করা আমার মত কিছু ভিতু লোক নিজেদের মধ্যে আলোচনা করে দুঃখ পাচ্ছে, আর কেউ তা হয়তো প্রকাশ করছে।
এর বেশি কিছু নয়। আপনি প্রস্তুত থাকুন, আমিও আছি কোন এক অনিবার্য কারনে অস্বাভাবিক মৃত্যু বরণ করার জন্য। কারন সে ফাঁদ তো আমরাই তৈরী করে রেখেছি।
তানিম তানভীর
অফিসার
এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ই আর পি)
সাভার ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
ইয়াংওয়ান কর্পোরেশন,
ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডি ই পি জেড), সাভার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।