আমাদের কথা খুঁজে নিন

   

ঘোড়ার ডিম....................



অনেক দিন আগে শোনা একটা রৌম্য সংগীত ... আপনাদের সাথে শেয়ার করার লোভ সমলাতে পারলামনা ... সাধের মুরগীতে পাড়াইছে ঘোড়ার ডিম ও সেই ডিম ফাটিয়া বাহির হইল, হাট্ টিমা টিম্ টিম্ সাধের মুরগীতি পাড়াইছে ঘোড়ার ডিম .... ও সেই মুরগী পোষে দেশের যত খোকা খুকু মুরগী পাঁচ বছরে একবার ডাকে কুক্কুর কু কু শুনে সেই মধুর বুলি, দেয় তালি, নাচে রাম রহিম। সাধের মুরগীতে পাড়াইছে ঘোড়ার ডিম ......... মুরগী তোমার আমার ঘাড়ে চড়ে উঠেন মাছায়, আবার আমাদেরকেই সুকৌশলে রাখেন খাঁচায়, ও সে কখন সাধু কখনো চোর কখনো হাকিম। সাধের মুরগীতে পাড়াইছে ঘোড়ার ডিম ......... ও সে আমাদের'ই হাঁড় চাবাইয়া মজ্জা খাইয়া. সেই চিবুনিটা দেয় আমাদের ভাগ করিয়া, আরে এমন মুরগী মইরা গেলে হইবা সব এতিম। সাধের মুরগীতে পাড়াইছে ঘোড়ার ডিম ......... গানটি যে আমার ভাল লেগেছিল তা আর নাইবা বল্লাম, কিন্তু আপনাদের কেমন লাগল ......... জানাবেন কিন্তু ..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।