আমাদের কথা খুঁজে নিন

   

ঘোড়ার ডিম

www.cameraman-blog.com/

আমি ফেসবুকের খূব বড় একজন ফ্যান না। তারপরও এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারি না। প্রায় হারিয়ে যাওয়া বন্ধু বা প্রবাসে দীর্ঘকাল কাটানো আত্মীয়-স্বজনদের দেখা পেয়েছি এই ফেসবুকেই। নিয়মিত যোগাযোগও হয় তাদের সাথে এই ফেসবুকের মাধ্যমেই। ব্লগে কোন পোষ্ট দিলে সেটা শেয়ার করি এই ফেসবুকেই।

এর বাইরে ফেসবুকের সাথে আমার কোন সম্পর্ক নেই। আর এই ছোট্ট চমৎকার সম্পর্কটি আজ হুমকির মূখে সরকারের চরম বোকামিতে। জনৈক আমিনী হুঙ্কার দিয়েছিলেন ফেসবুক নিষিদ্ধ করা না হলে হরতাল দিবেন, আন্দোলন করবেন। তার রাগের কারণ ইসলামের নবী মুহাম্মদ (দঃ) এর ব্যঙ্গচিত্র আঁকা প্রতিযোগীতা আয়োজন করা হয়েছিল এই ফেসবুকে। আমিনীর এই সিদ্ধান্তের আরো একটি বড় কারণ বোধহয় পাকিস্থান।

সেখানে একই কারণে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। আগে বাম রাজনীতিবিদদের সম্পর্কে যেমনটি বলা হতো - মস্কো বা পিকিং (বেইজিং) এ বৃষ্টি হলে তারা ঢাকায় বসে মাথার উপর ছাতা মেলে ধরেন। সেইরকম বাংলাদেশের তথাকথিত ইসলামী দলগুলিও তাকিয়ে থাকে পাকিস্থানের দিকে। বাকি মুসলিম বিশ্ব কি করছে বা ভাবছে সে বিষয়ে তাদের তেমন মাথা ব্যথা নাই। যেকোন ভাবে পাকিস্থানের ধামা ধরা চাই ই চাই।

অথচ সেই প্রতিযোঘীতার পাতাটি ফেসবুক থেকে সরানো হয়েছে আরো দু'দিন আগেই। তারপরও তাদের আস্ফালন কমছে না। সরকারও তাদের কাছে নতি স্বীকার করলো কি অবলীলায়। সরকার অবশ্য বলবে তারা আমিনীর দাবীর কাছে নতি স্বীকার করে ফেসবুক বন্ধ করেনি। করেছে হাসিনা খালেদার ব্যঙ্গচিত্র প্রকাশের যুক্তি।

কি চমৎকার যুক্তি। আমি নিজে ধার্মিক তো নই-ই, বরং বলা চলে ধর্ম নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। তবে অন্যের ব্যক্তিগত ধর্মানুভূতির ব্যাপারে আমি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি সবসময়। সেই শ্রদ্ধাবোধ থেকেই বলছি - মুহাম্মদ (দঃ) এর ব্যঙ্গচিত্র আঁকা প্রতিযোগীতার কারণে যদি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, সরকার হাসিনা-খালেদার ব্যঙ্গচিত্রের কারণে ফেসবুক নিষিদ্ধ করে আরো অনেক বেশী আঘাত করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে। কারণ তারা প্রকারান্তরে বলে ফেলেছে মুহাম্মদ (দঃ) এর চেয়ে হাসিনা-খালেদার মর্যাদা অনেক বেশী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।