আমাদের কথা খুঁজে নিন

   

সরকার বসে বসে ঘোড়ার ঘাস কাটছে...

সব দায় কী শুধু সাধারন মানুষ, নিন্মবিত্ত কিংবা মধ্যবিত্তদের?? শিল্পপতী কিংবা তথাকথিত বড়লোকদের বিবেক কী আজ দংশন করে না?? আজ মনবতা কেন হাহাকার করে?? এত গুলো স্বপ্নের মৃত্যু কেন একসাথে হবে?? যে দেশের সরকারের একটি ভবন ধশের পর জনগনের কাছে উদ্ধার সামগ্রীর জন্য হাত পাত্তে হয় এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে!! মেডিকেল সামগ্রী শুকনো খাবার উদ্ধার সামগ্রী এবং লোকবল তো সরকারের পর্যপ্ত আছে তবে এগুলো পাঠাতে সমস্যা কোথায় এত হাহাকার কেন?? ডঃ ইউনুসের প্রতি সন্মান রেখেই বলছি আপনি বড় বড় কর্ম করে দেশের জন্য বিরল সন্মান বয়ে আনছেন কিন্তু দেশের ক্লান্তি কালে আপনার উপস্থিতি নেই কেন? যা কিছু ভাল তার সাথে প্রথম আলো!!!রসিকতা রাখেন আপনার। সাভারে বাড়ছে মৃত্যুর মিছিল আর আপনি দিচ্ছেন নাচ গানে ভরপুর আলোর জলকানি, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান কী স্থগিত করা যেত না?? আর আমাদের সনামধন্য পররাষ্ট মন্ত্রী যাচ্ছেন পোপের অনুষ্ঠানে যোগদান করতে!! কেউ আইনষ্টাইন হয়ে ভবন ধশের ব্যাখ্যা দিচ্ছে নতুন তত্ত্বের মাধ্যমে আবার কেউ সংসদে দাঁড়িয়ে ভবন মালিককের নতুন পরিচয় দিচ্ছে। আমরা নির্বাক......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.