যারা রাতের মেঘ মূক্ত আকাশ দেখতে ভালবাসেন,দূরবীন বাইনোকুলার অথবা খালি চোখে। মাঝে মধ্যে তাদের চোখে পূর্নিমার চাঁদের চারিদিকে গোল একটি বলয় ধরা পড়ে। এই বলয়টি কখনো ছোট এবং কখনো বেশ বড় আকারের দেখা যায়। একে বলে বর্নবলয়। বিশেষ করে শীতকালে একটু বেশী দেখা যায়,বলে এটি শীতকালীন বর্ণবলয় নামেও পরিচিত।
এই বলয়টি কখনো ঘোলাটে সাদা রংয়ের আবার কখনো রংধনূর সাতটা রংয়ের ও দেখা যায়।
এই বলয় পূর্ন চাঁদের চেয়ে 10 থেকে 20 গুন বড় হয়। এবং চাঁদকে ঠিক মাঝখানে রেখে এই বলয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে।
উর্ধবায়ূমন্ডলে ভাসমান বরফকনার উপরে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এই বলয়ের সৃস্টি করে। আর এই বরফ কনা গূলো থাকে মেঘের ভিতরে।
এই বলয় একটি নির্দিষ্ট কোণে মেঘের নীচের অংশে প্রদর্শিত হয়। এই বলয়টি আমাদের দৃস্টি পথের সাথে 22 ডিগ্রী কোন করে থাকে। এই মেঘের দূরত্ব চাঁদ থেকে একই থাকে। বরফের এই বর্ণ বলয় বিভিন্ন ধরনের হতে পারে, যেমন 5-10 কিঃমিঃ (3-6 মাইল) উপরে ট্রস্পফিয়ারে সাইরাস মেঘের ভিতরে থাকা বরফের কনা দিয়েও এই বলয় গঠন হতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট স্ফটিক আকৃতি এবং স্থিতিবিন্যাসের প্রয়োজন।
এই বরফ স্ফটিক দ্বারা আলো প্রতিফলিত এবং প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত বিচ্ছুরত হয়। এই স্ফটিক আয়নার মত আচরণ করে এবং সূর্যের আলোকে এই ভাবে প্রতিফলিত করে যার ফলে আমরা এই রকম বলয় দেখতে পাই।
ম্যাপ গুগল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।