আমাদের কথা খুঁজে নিন

   

পাখিরা চায় আকাশের নীল

বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। পাখিরা চায় আকাশের নীল কবিতা চায় ছন্দের মিল আর আমি শুধু চাই তোমাকে। সরসীর ভালবাসা চায় রাজহাঁস শিশিরকে পেতে চায় সবুজ সে ঘাস আর আমি শুধু চাই তোমাকে। মৌমাছিরা চায় মৌ ভরা ফুল নৌকো যে পেতে চায় নদীর সে কূল আর আমি শুধু চাই তোমাকে। রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ ঘুম চায় মুছে দিতে যত অবসাদ আর আমি শুধু চাই তোমাকে। তুলসী তলাকে চায় সন্ধ্যার সাঁঝ হারানোকে ফিরে পেতে চায় পিছু ডাক আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চায় আকাশের নীল শিল্পী: শিবাজী চট্টোপাধ্যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।