‘পাকিরা মেতেছিল উল্লাসে’ পরে যারা মন্তব্য করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। পাকি বলতে আমি পাকিস্তানিদের বুঝিয়েছি। আলাদা করে থ্যাংকস লিখতে আমার কম্পিউটার ..., বিকল কি না জানিনা ।
আমার কবিতায় আমি ‘পাকিস্তান’ লিখতে ঘৃণা করেছি। কবিতায় রিদম আনতে পাকি লিখেছি।
‘ফাঁকি’ লিখলে ওদের বুঝাতো কি না জানিনা তবে ফাকিস্তান লিখলে ওদের বর্তমান অবস্থার প্রকাশ হতো হয়তো যা আমার বিষয় নয়, আমিতো একাত্তর নিয়ে লিখছি । ‘ফাঁকি বাঁ ফাকিস্তানে’ হয়তোবা কেউ কেউ কনফিউজড হতেন। আমি যা জানি আরো অনেকেই ‘পাকি’ বলেছেন। আর যাদের ঘৃণা করেছি তারা এমন একটা জেনারেশন যারা আজ পাকিস্তানের আস্থাখুড়ে । ইতিহাসের নির্মম পরিণতিতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।