মশিউর রহমান
মাটির দ্বিতল বাড়ি
পিছনে গাছের সারি,
চুড়ই আর শালিক
ছুটছে এদিক ওদিক।
টিনের ছাউনির উপর
বসেছে জোড়া কবুতর,
ঠোঁটে দিচ্ছে ঠোকর
বিবাদ নয় আদর।
টিয়া চুপে চুপে
গাছের পাকা পেঁপে,
মনের আয়েশে
খায় বসে বসে।
দুয়েল পাখি
বসে একাকী,
মাঝে মাঝে দেয় শিস
শুনে কাক করে ঈস-বিষ।
কাঁপে সেগুন ডাল
হঠাৎ দিল উড়াল,
সাদা সাদা বক
রোদে ঝকঝক।
পুস্করীনিতে বাঁশের আগা
বসে আছে মাছরাঙ্গা,
একটু পর পর ছোঁ মেরে
নিচ্ছে মাছ মুখে পুরে।
আরও পাখি গানে গানে
কলরব তুলেছে বাগানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।