আমাদের কথা খুঁজে নিন

   

পাখিরা বোঝে না মানুষের মন

দিন শেষে আমার একলা পাখি

গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দেখলাম বেশ কয়টি পাখি খুটে খুটে ঘাস খাচ্ছে। পাখিরা যদি জানতো, এটা প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা আগে দুই জন প্রধান মন্ত্রীর কার্যালয় ছিল, ( যাদের একজন এখন দুর্নীতির দায়ে জেলে, একজন সাময়িক মুক্তি পেয়ে বিদেশে) তাহলে কী ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করতো না এই ঘাস খাওয়া? পাখিরা বোঝে না মানুষের ভাষা পাখিদের মনে তাই এত সুখ, মানুষের মতো এত প্রত্যাশা নেই বলে তারা প্রচার বিমুখ। পাখিরা বোঝে না কাটাতার বেড়া, মানুষের মতো তাই হতাশায় ভোগে না পাখিরা, বৃক্ষের ছেড়া বাকলেও তারা নির্ভয়ে গায়। পাখিদের নেই উপদেষ্টার প্রয়োজন তাই, পাখিরা বোঝেনা কার্যালয়ের ঠিক ব্যবহার, `যেখানে মানুষ মানুষ থাকেনা'। নিরাপত্তার বলয় বোঝে না বলেই পাখিরা আরামে ঘুমোয়, ঘাস খুটে খায় দিব্যি অচেনা নগরে প্রবেশ করে, মাঠে শোয়। পাখিরা বোঝে না মানুষের মন, পাখিরা বোঝে না মানুষের ভাষা, পাখিদের তাই আকাশ আপন, পাতার সবুজে সুখ, দুঃখ, আশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।