আমাদের কথা খুঁজে নিন

   

পাখিরা ওড়ে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে পাখিরা ওড়ে, এদের কাজই ওড়ে যাওয়া। যেমন ওড়ে সবুজ ওড়না, দোল খায় নাগরদোলা; আর আকাশের দিকে চেয়ে থাকে বিষণ্ণ মানুষেরা, যারা ভাবে ভাবে পাখি আবার ফিরবে নীড়ে, যে নীড়ে মাটি আছে,কাদা আছে; জল আছে,জলপিড়িও আছে। পাখিরা আর আসেনা, যে মানুষ গুলো চেয়ে থাকে নীল আকাশের দিকে, তাদের কান্নায় নীল হয় সাগরজল। নীল হয় বেদনা। তাও তারা বেকুবের মতো পাখি খুঁজে, সে পাখি কখনো চড়ুই হয়,কখনো শকুন তাই পাখিরা ওড়ে যেমন ওড়ে সবুজ ওড়না..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।