আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষীকে জেরা

বাংলা আমার দেশ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খানকে জেরা করেছেন আসামীপক্ষের আইনজীবীরা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষী মোজাফফর আহমেদ খানকে জেরা করেন আসামীপক্ষের আইনজীবী একরামুল হক। গত ৩ জুলাই আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের এ সাক্ষী তার জবানবন্দি দেন। ওইদিন ট্রাইব্যুনালে বিচারকের সাথে আপত্তিকর ব্যবহারের জন্যে সাক্ষী ক্ষমা চান। জেরাকালে আসামীপক্ষের আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করেন-১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের জি এস কে ছিলেন আপনি জানেন? উত্তরে সাক্ষী বলেন, ছাত্র সংঘের নেতা আব্দুল কাদের মোল্লা।

এ ছাড়া সাক্ষীকে যুদ্ধকালীনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এরপর ট্রাইব্যুনাল জেরার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন। গত ২০ জুন আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের ৯৬ পৃষ্টার সুচনা বক্তব্য উপস্থাপন শেষে ৩ জুলাই সাক্ষ গ্রহণের দিন ধার্য করা হয়। গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে ৬টি অভিযোগ এনে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২। কাদের মোল্লার বিরুদ্ধে গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এ অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এরপর প্রসিকিউশনের আবেদনে গত ১৬ এপ্রিল মামলা ট্রাইব্যুনাল-২এ স্থানান্তর করা হয়। গত ৭ মে কাদের মোল্লার বিরুদ্ধে আরো একটি অভিযোগ অন্তর্ভুক্ত করা, আরো ছয়জন সাক্ষীকে এ মামলায় অর্ন্তভুক্ত করা এবং ফরমাল চার্জে কিছু শব্দের সংশোধনী চেয়ে আনা আবেদনের উপর রোববার শুনানি করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আপত্তি জানিয়ে আসামীপক্ষও তাদের বক্তব্য পেশ করে। তার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল গত ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয়।

একটি মামলায় তাকে ২০১০ সালের ১৩ জুলাই সুপ্রীমকোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ট্রাইব্যুনালে তদন্তকারী সংস্থার এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ২ আগষ্ট কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক রাখার আদেশ দেয়া হয়। সকালে কাদের মোল্লাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.