আমাদের কথা খুঁজে নিন

   

কাদের কাদের এন্ড্রয়েড আছে, হাত তুলেন। আর লইয়া যান মজার এবং কামের কিছু অ্যাপস্...

প্রথমেই হইল কামের কিছু অ্যাপস্... ১। Astro File manager সকল এন্ড্রয়েড ব্যবহারকারী দের জন্য একটা must have অ্যাপ। যারা এখনও ইন্সটল করেন নাই, তারা জলদি নিয়া লন... মারাত্মক কামের একটা অ্যাপ। এইটা দিয়া এসডি কার্ড এর ফাইল ব্রাউজ, অ্যাপস্ এর ব্যাকআপ তৈরি, টাস্ক ম্যনেজার, ডাউনলোডার সহ আরো অনেক ফিচার আছে। ২।

MX Player Pro আমার দেখা সেরা ভিডিও প্লেয়ার। প্রায় সব ধরনের ফাইল সাপোর্ট করে। সাবটাইটেল চান মুভি দেখার সময়? Mx player তাও সাপোর্ট করে... ৩। Winamp সবাই আশা করি এইটা চিনেন। মোবাইলে গান শুনতে আমি এইটা ব্যবহার করি... আমার কাছে ভালোই লাগে।

আপ্নারাও ট্রাই কইরা দেখতে পারেন... ৪। OfficeSuite Pro 6 + (PDF & HD) word, excel, power point এর কাজ করুন আপনার এন্ড্রয়েড-এ। সাথে আছে pdf viewer এবং pdf editor (ক্যম্নে করে জানিনা) ৫। Pro Panorama ক্যমেরার জন্য একটা জটিল টুল। আপনার মোবাইলে যদি প্যানোরামা অপশন না থাকে তাইলে এইটা ইন্সটল কইরা নেন।

আমার মোবাইলে একমাত্র এইটাই কাজ করে। আরো অনেকগুলা নামাইছিলাম, কিন্তু কামে দেয় নাই। সবগুলায় ছবির রেজুল্যুশন কমাই দেয়। এইটা দিয়া সেরাম ছবি উঠে... ৬। Viber মাগনা চ্যাট আর কথা বলতে চাইলে এইটা নেন।

যেকোন দেশের viber ইউজারদের সাথে ফাটাইয়া চ্যাট করেন আর কথা বলেন একদম ফ্রীতে... ৭। call recorder কি আর কমু। আমিতো এইটা এম্লে এম্লে ইউস করি... আপ্নে ক্যান ইউস করবেন কে জানে??? ৮। Stellarium Mobile এখন আর কারো মাথায় বাড়ি দিয়া দিনে তারা দেখাইতে হবে না। এসে গেছে ডিজিটাল উপায়।

আপনার এন্ড্রয়েড এ ইন্সটল করুন এই অ্যাপটি। আর নিজেও দেখুন ও সবাইকে দেখান “তারা”। আকাশের তারা দেখতে যারা ভালবাসেন তারা ঘরে বসেই তারার গতিবিধি পর্যবেক্ষন করুন। চরম একটা অ্যাপ। আমার অন্যতম পছন্দের।

এখন গবেষনা করতেছি পৃথিবী ধ্বংস নিয়া। দেখেনতো ছবি থেকে কিছু বোঝা যায় কিনা??? ৯। Screenshot ER আগের পিকটা কিন্তু আমার মোবাইলের স্ক্রিনশট। ক্যম্নে নিছি??? এই অ্যাপটা দিয়া। কি করেন মোবাইল দিয়া তার সব পিক তুইলা রাখেন এখন থেকে।

সমস্যা খালি এক্টাই, আপনার মোবাইলটার root access থাকতে হবে। আমার এন্ড্রুর আরেকটা স্ক্রিনশট... এইবার কয়েকটা গেম লইয়া যান... ১। Temple Run মারাত্মক addictive একটা গেম। খালি দৌড়ান... আমার বহুত সময় খাইছে এই গেমটা। ২।

Racing moto আরেকটা addictive গেম। খেইলা দেখেন মজা পাইবেন। ৩। Drag Racing ৪। Tower Defense এইটা শেষ করতে খবর হয়ে গেছে।

তাও মিডিয়ামে। হার্ড এ পারুম না। ৫। Angry Birds চারটা season আছে। সবগুলাই খেইলা দেখতে পারেন... Angry Birds Angry Birds Rio Angry Birds Space Angry Birds Seasons এইবার আসি কিছু মজার অ্যাপস্-এ ১।

Talking Tom2 এইটার কথা আর কি কমু। সব এন্ড্রয়েড ব্যবহারকারীই এরে চিনেন। আমি আর নাই বা চিনাইলাম। গার্লফ্রেন্ড খেইপা গিয়া চিল্লাচিল্লি শুরু করলে এইটা ছাইড়া দিয়েন। এরপর দেখেন মজা।

(আমি অবশ্য কিল খাইছিলাম। ) আমার টম এইটা... ২। Tom Loves Angela Talking tom এর পরের ভার্সন। এইটাও মজার... টমরে পোক কইরা ছাদ থেকে ফালাইয়া দেয়া যায়। মোবাইল ঝাকাইলে ভুমিকম্প হয়।

মাইক্রোফোনে ফুঁ দিলে ঝড়ো হাওয়া বইয়া যায়। টমের গায়ে সুইপ করলে ফ্লাইং কিস দেয়। দেখতে মজাই লাগে... ৩। sketch lover আমার পছন্দের একটা অ্যাপ... যারা আঁকা আঁকি ভালোবাসেন তাদের জন্য। আঙ্গুল দিয়া মোবাইলের স্ক্রিনে স্কেচ করুন মনের মতন... আমার আকা দুইটা ছবি... কেমন হইছে??? বৃক্ষ তুমার নাম কি??? উত্তরঃ হাবিজাবি... আমারে আকতে যাইয়া আমার দাদারে আইকা ফালাইছি... কিন্তু এইটার কি হইল বুঝলামনা।

গুগল প্লে তে অ্যাপটা আর খুইজা পাইলাম না। যাই হোক, লাগলে আমারে মেইল করতে পারেন। পাঠাইয়া দিমুনে... ৪। Ak 47 সব শেষে একটা পোলাপাইনদের অ্যাপ। গুল্লি কইরা সব কিছু উড়াইয়া দ্যান... কেউ কেউ মনে হয় আমারে গালিগালাজ শুরু কইরা দিছে।

কারন? বেশ কিছু অ্যাপস্ কিনতে হয়। মানে ট্যাকা লাগে। আরে ভাই ভালো কিছু পাইতে হইলে তো খরচাপাতি করন লাগবো। নাকি?? তবে আমি জন্মগত ভাবেই দুই নাম্বার (মানে ২য় সন্তান আর কি)। তাই আমি দুই নাম্বারি কইরা সব ইউস করতেছি।

আপনারাও যদি ২ নাম্বার হন তবে আরও একটা অ্যাপ এর সাথে পরিচয় করাই দিতে পারি। অ্যাপটা হইল Blackmart Alpha. কোন লিঙ্ক দিলামনা। গুগলে গিয়া খুইজা লন। BlackMart Alpha একটি মার্কেট অ্যাপ। অ্যাপটা ইন্সটল করে ওপেন করেন।

এরপর যা লাগে সার্চ দেন। প্রায় সব অ্যাপ পাবেন একদম ফ্রীতে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.