আমাদের কথা খুঁজে নিন

   

ইমাজিন কাপের ডায়েরী ।। -১

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... ৫ জুলাই,২০১১/ফেসবুক/ এখন আমরা মালয়শিয়া এয়ারপর্টে। আমার সিট নাম্বার #21C সিডনীর পথে আমাদের যাত্রা বীরতি হয়েছে কুয়ালালামপুরে। মাত্র আমার উইন্ডোজ ফোন আর এ্য্যারপোর্টের হট স্পট ব্যভার করে আমাদের প্রজেক্ট কে একটা ভোট দিলাম। তোমরাও দাও। যাই হোক আবহাওয়া বেশ ভালো।

আমাদের মেজাজ ও ভালো। বেশ টেনশান ফ্রি আছি। চশমা ছাড়াই ভালো দেখতে পারছি। মাহেনাজ, ইমরোজ, জুনায়েদ আর আইমান ভালোই মজা করছে। আমি একটু সিনিয়ার সামান্য দূরেই থাকা ভালো।

এহেম এহেম। আমাদের উড়ো জাহাজ। (যাক ভালো একটা বাংলা টার্ম ইউজ করলাম) ইসকুলে পড় নাই মানুষ ঘুমাইলে তাকে ডিস্টার্ব করতে নাই!! ব্যগ ঠ্যলা কষ্ট ক্যামেরার সামনে তবুও হাস্তে হয়। ৬ জুলাই,২০১১/সকাল/ আহা, কি শান্তি। শান্তির শহর সিডনি।

বাসে কোন ঝামেলা নেই কোন জান জট ও নেই, তবে বলাকা বাস আর এ আই ইউবি কে মিস করছি। ভাবছি স্কাইপে দিয়েই চালিয়ে দেবো এই কয়টা দিন। শেষ কয়েকটা মাস ফোনের যন্ত্রনায় জীবন অতিষ্ঠ। আজ ইন্ডিয়া টিম এর সাথে দেখা হলো। অফ দ্যা রেকর্ডে বলে রাখি।

মাত্র ৬ ঘন্টায় ১১ থেকে ১ এ উঠে এলো ইন্ডিয়া তাতে যে পরিষ্কার চুরামি আছে তাতে কোন ক্ষতি নাই। কিন্তু চেক যখন লাফ দিয়ে ১ এ উঠে গেলো তখন বলে চেক চুর। কারে কি বলবো। সে যাই হোক ইন্ডিয়া আমাদের প্রজেক্টটা কে মেনশন করেছে। এবং আমরা বেশ ভালো ভাবেই হাইলাইটেড হয়েছি বাকীদের কাছে।

অই দেখো (স্কাইপি’র সাহায্যে) আমাদের পেছনে রাশিয়া টিম। অন্য অন্য টিম যা ইকুইপমেন্ট এনেছে তার সামনে আমরা ফকিরের মতো এসেছি। এই সেই দেয়াল যেখানে আমরা বাংলাদেশের ফ্ল্যগ একেছি (ল্যাবে আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে উঠি)। আমাদের টিম মেম্বার রা সবাই ঘুরতে গেছে একটু পরে এসে প্রেজেন্টেশন রেডি করবে। আজ আনুষ্ঠানিক ভাবে ইমাজিন কাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

ইনশাল্লহা আমরা পিপলস চয়েজ ও জাজ রাউন্ড দুটোই জিতবো। আমাদের টিমের মেম্বার রা বাংলাদেশের ছবি হাতে(আমি ছবিতে নাই ) মাহেনাজ এখন রাস্তায়। এর নাম ফটোগ্রাফি। ৬ জুলাই,২০১১/বিকাল/ আমার জানালা টা দেখা যাচ্ছে? আমার চেয়েও বড় জানালা। ইয়া বড়।

জানালা দিয়ে কনফারেন্স সেন্টার দেখা যাচ্ছে। সে সাথে দেখা যাচ্ছে একটা ব্রিজ যার উপর সব গুলো দেশের পতাকা টাঙ্গানো। আমাদের বাংলাদেশেরটাও আছে। (কোন একজন কে মেনশন করে) তুমি কাল আমার বাসায় যেতে পারবে। আমি আমার আম্মার সাথে স্কাইপিতে কথা বলতে চাই।

ছাতা হাতে আইমান দ্যা জেন্টালম্যান। ৬ জুলাই,২০১১/সন্ধ্যা/ আমি এখন মূল প্রতিযোগীতায় যাচ্ছি। মানে এখন উদবোধন হবে। সব গুলো দেশের সাথে দেখা পরিচয় হবে। দেখি।

আমরা বেস্ট। আমরাই জিতবো,(আমরা গান গাচ্ছি, আমরা করবো জয় আমরা করবো জয়...)। আমাদের সিডনি অভিযানের গেরিলারা। --- r.h(বর্ননাকারী) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.