আমাদের কথা খুঁজে নিন

   

ভাবো দেখি (জন লেনন এর ইমাজিন এর ভাবানুবাদ)

ঢিসটিং ঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিং

ভাবো দেখি আচ্ছা দেখি ,ভাবতে তুমি কেমন ভাল পারো ধরো স্বর্গের ঠিকানাটা আর মনেই নেইতো কারো আকাশ বাতাস জলের তোড়ে আহা ভীষন ভয়ে নরকের দেশ কোথায় গেছে, কাউকে যায়নি কয়ে। মানুষ শুধু বাঁচছে এখন মানুষের হাত ধরে; মানুষ সেরা মানুষ ই সব ,মানবপ্রেমের জোরে। ভাবতে যদি পারো তুমি, ভাবো দেখি এমন করে সীমানাবিহীন একটাই দেশ সারাটা পৃথিবী জুড়ে। নেই অজুহাত ক্রুসেডারের যখন তখন যুদ্ধ শুরুর বাটপারিও লুপ্ত যখন বকধার্মিক ধর্মগুরুর বিশ্বটাকে গড়ছে মানুষ -যেন বিশাল সুখের পাড়া আশান্তিকে করছি সবাই একলহমায় দুনিয়া ছাড়া। স্বপ্নকাতর যদিও আমায় বলতে তুমি পারো কিন্তু জেনো একলাটি নই সংগী আছে আরো।

হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমায় ভালবেসে ভাবছি এখন, কবে তুমি ধরবে এ হাত এসে। ভাবো দেখি তোমার আমার কিচ্ছুটি নেই নিজের হয়তো তুমি বলবে হেসে 'ভাবনাটা নয় কাজের। লোভ আর ক্ষুধার উর্দ্ধে মানুষ ক্যামনে বেঁচে রয়?' -'সবক'খানা মানুষ যখন ভ্রাতৃপ্রতীম হয়। ' ভেবেই দেখোনা , বিশ্বজুড়ে মানবতার জয় আমাদের এই ছোট্ট ধরা শুধুই আমরা'ময়। স্বপ্নকাতর যদিও আমায় বলতে তুমি পারো কিন্তু জেনো একলাটি নই সংগী আছে আরো।

হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমায় ভালবেসে ভাবছি এখন, কবে তুমি ধরবে এ হাত এসে। .......................................................................................................... ***** জন লেনন এর ইমাজিন এর ভাবানুবাদ। কবি নই । বানান আর বিরামে দুর্বলতা আছে। ভুল ধরা পড়লে, কেউ ধরে দিলে ঠিক করে দিব।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।