ইমাজির কাপ মাইেক্রাসফট এর সহযোগীতায় আয়োজিত সলিউশন ডেভেলপমেন্ট প্রতিযোগিতা যাতে অংশগ্রহণ করে সারা বিশ্বের শিক্ষার্থীরা ।
বাংলাদেশ এখন ইমাজিন কাপের মূল আসের লড়ছে। ইমাজিন কাপের বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় ১২১ টি দল অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। এর মধ্য থেকে শীর্ষস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশের (এআইইউবি) দল "Team Rapture" এবং তারাই নিউইয়র্কে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা ইমাজিন কাপ ২০১১ তে অংশ নিতে যাচ্ছে আগামি মাসে।
People's Choice Video Award ইমাজিন কাপের একটি অংশ।
এখানে সাধারণ মানষের দ্বারা সর্বাধিক লাইককৃত ভিডি্ও এর দলটি পাবে People's Choice Video Award !
বর্তমান অনুযায়ী বাংলাদেশের দলটি এক নম্বরে অবস্হান করছে। আসুন আমরা ভোট দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দেই আমরা শুধু নাকে তৈল দিয়ে ঘুমাই না। এখনই সময় সারা বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরার। এখনই সময় প্রমাণ করার যে আমরাও পারি। আসুন আমরা নিজেরা ভোট দেই ও অন্যকে ভোট দানে উৎসাহিত করি।
ভোট দিতে :
ভোট দিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।