আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ১০

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Structure#23: প্রায়ই Often বাংলা বাক্যে প্রায়ই শব্দটা পাইলে নিচের structure এ ট্রান্সলেট কইরা ফালাইবেন। Often + verb এর present form একটা উদাহরন দেখেন। তিনি প্রায়ই এখানে আসেন। - He often comes here. Structure#24: খুবই অল্প/ একটু/ অল্প কয়েক/ গুটি কয়েক/ নাই বললেই চলে A little(খুবই অল্প)/ little(একটু বা নাই বললেই চলে) A few(অল্প কয়েক বা গুটি কয়েক)/ few(নাই বললেই চলে) আমরা countable, uncountable noun সম্পর্কে জানি। যা গননা করা যায়।

আর যা গননা করা যায় না। যদি বস্তুটা গননা যোগ্য হয় তাইলে A few/ few দিয়া ট্রান্সলেট কইরা ফালাইবেন। আর যদি গননা যোগ্য না হয় তাইলে A little/ little দিয়া ট্রান্সলেট কইরা ফালাইবেন। কয়েকটা উদাহরন দেখেন। আমার অল্প কয়েকজন মেয়ে বন্ধু আছে।

- কয়েকজন মেয়ে বন্ধু countable noun - I have a few female friends. আমার বুদ্ধি নাই বললেই চলে। - বুদ্ধি uncountable noun - I have a little intellegence. Structure#25: কখনও/ এ যাবৎ Ever বাক্যটা যদি কখনও শব্দটা দিয়া তৈরী হয় তাইলে তেমন সমস্যা নাই। কিন্তু যদি এ যাবৎ দিয়া তৈরী হয় তাইলে খেয়াল করেন - - বাক্যটাতে দুইটা অংশ থাকব - যে অংশ দিয়ে পুরো মনোভাব প্রকাশ পায় সে অংশের ইংলিশ করতে হইব আগে। -- বাক্যটার যে অংশটার সাথে এ যাবৎ কথাটা থাকব সেই অংশটার ট্রান্সলেশন সবসময় affirmative sense এ হইব। একটা উদাহরন দেখেন।

আমি এ যাবৎ যত মেয়ে দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দরী। বাক্যটারে ভাল কইরা খেয়াল করেন। তুমি সবচেয়ে সুন্দরী - এই অংশটা বাক্যটারে পূর্নতা দিছে। - তাইলে ট্রান্সলেট কইরা ফালাই - You are the most beautiful girl I have ever met। কখনও দিয়া একটা উদাহরন দেখি।

তুমি কি কখনও চট্টগ্রাম গিয়েছ? - Have you ever gone to Chittagong? ওফ.... এত নিয়ম। অবশেষে শেষ করলাম। মানে Guided Writing নিয়া এইটাই শেষ লেখা। --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।

আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।