আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ৭

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Structure#14: বরং would rather.....than আমরা বাংলা বাক্য বলার সময় 'বরং' শব্দটা মনে হয় খুবই কম বলে থাকি। 'কমে বলে থাকি' অর্থ হইল অনেকটা উহ্য রাখার মতো। যেমন ধরেন, তুমি চাকরি না করে পড়াশুনা কর। - দেখেনতো কথাটা এভাবেও বলা যাইত - তুমি চাকরি না করে বরং পড়াশুনা কর। তো এই ধরনের বাক্যের structure টা দেখেন - subject + would rather + Verb1(base) + than + verb2(base) এখন আসেন Verb1(base) আর verb2(base) কি জিনিস একটা উদাহরন দিয়া দেখি।

তুমি চাকরি না করে পড়াশুনা কর। - বাক্যটা খেয়াল করেন। বাক্যের দুইটা অংশ। ১) চাকরি করা - যেইটা এই মুহুর্তে করতেছেন এবং/বা করতে চাইতেছেন না। - এইটা হইল verb2(base), ২) পড়াশুনা করা - যেইটা আপনেরে করতে বলা হইতেছে(advice) বা আপনে করবেন বইলা ঠিক করছেন।

- এইটা হইল Verb1(base). তাইলে subject - কে করে? - তুমি - you Verb1(base) - পড়াশুনা কর - continue your study verb2(base) - চাকরি করা - do the job You would rather continue your study than do the job. একটা ব্যপার খেয়াল করেন। চাকরি না করে - ইংলিশ লিখছি than do the job. আরেকটা উদাহরন দেখেন। - আমি বরং কফি খাব। - I would rather take tea. - দেখেন বাক্যটার একটাই অংশ। Structure#15: এটার Its এটা একটা পেনসিল।

এটার রং লাল। - It is a pencil. Its color is red. It is কে It's ও লেখা যায়। খেয়াল করেন - It's অর্থ ইহা হয়। আর Its অর্থ এটার। সোজা।

তাইনা? উল্টাপাল্টা কইরা ফালাইয়েন না আবার। Structure#16: উদাহরন স্বরুপ e.g. এই লেটিন শব্দটার পুরাটা হইল - example gratia. যেইটারে ইংলিশ করলে হয় For example. অর্থ যেমন, যথা, উদাহরন স্বরুপ। তো ইংলিশ বাক্যে e.g. টারে ব্যবহার করতে হইলে e.g. এর আগে পরে দুইপাশেই কমা(,) দিতে হইব। আমি এ দোকান থেকে অনেক কিছু কিনেছিলাম। যেমন, একটা বই, দুইটা পেন্সিল, একটা ডায়েরি।

- I bought many things from this shop, e.g., a book, two pencils, a diary. --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।