আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ৯

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Structure#20: ছাড়াও Besides বাংলা বাক্যে ছাড়াও/ব্যতীত/পাশাপাশি/সাথে সাথে - এই শব্দ গুলা পাইলে Besides ব্যবহার করতে পারবেন। Besides এর দুই ধরনের ব্যবহার আছে। ১) Besides দুইটা sentence কে যুক্ত করতে পারে। ২) Besides দুইটা word কে যুক্ত করতে পারে। যেমন: আমি পড়াশুনার পাশাপাশি স্কুলে ক্লাশ নেই।

- একটু ভাল কইরা খেয়াল কইরা দেখেন, ১) আমি পড়াশুনা করি। পাশাপাশি ২) আমি স্কুলে ক্লাশ নেই। - দুইটা sentence কে পাশাপাশি শব্দটা যুক্ত করছে। - I take class at school; besides I study. আবার, আমার এটা ছা্ড়াও আরও একটি ঘড়ি আছে। - দেখেনতো এটা শব্দটার সাথে আরও একটি ঘড়ি শব্দটার মিল।

- I have another watch besides this. একটা ব্যপার খেয়াল করেন। দুইটা sentence কে যুক্ত করলে besides এর আগে সেমিকোলন( ; ) দিতে হবে। Structure#21: এখনই সময় It is high time যদি বাক্যে subject দেয়া থাকে তবে structure টা হবে - It is high time + to + verb(base) আর যদি বাক্যে subject দেয়া না থাকে তবে structure টা হবে - It is high time + subject + verb এর past form উদাহরন দেখা যাক। তুমি এখনই ইংরেজি শিখে ফেল। - subject দেয়া আছে।

It is high time you learnt english. এখনই সময় ইংরেজি শেখার - subject দেয়া নাই। - It is high time to learn english. Structure#22: দরকার নাই/প্রয়োজন নাই do not + need to + verb(base) বা, need not + verb(base) এইখানে do not বাক্যের sense অনুযায়ী বসাতে হবে। যেমন: তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না। - You did not need to go there. আবার, তোমার আর অপেক্ষা করার দরকার নেই। - you need not wait anymore. খেয়াল করেন, যখন বাক্যটা present ছাড়া অন্য sense এর হইব তখন do not(sense অনুযায়ী) + need to + verb(base) - এই structure টা ফলো করবেন।

সাহস নাই - ইংলিশ হইল dare not. আমার পরীক্ষায় নকল করার সাহস নাই। - I dare not copy in the exam. --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।