ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Structure#17: সম্প্রতি
Recently/Lately/Presently
সম্প্রতি অর্থ কি? নিকট অতীত বা বর্তমানের কাছাকাছি একটা সময়।
কয়েকটা উদাহরন দেখেন, বর্তমানে আমি ঢাকায় আছি। - At present I am in Dhaka. - Recently/Lately/Presently এর কোন শব্দ কিন্তু ব্যবহার করি নাই। কারন কি? বাক্যটাতে বর্তমানের কথাই বলা হইছে।
আবার দেখেন, সে দেরিতে এসেছে - He came late. এইখানেও দেখেন Recently/Lately/Presently এর কোন শব্দ কিন্তু ব্যবহার করি নাই।
কারন কি? বাক্যটাতে অতীতের একটা ঘটনা ঘইটা শেষ এইরকম কথাই বলা হইছে।
এখন দেখেন, তিনি সম্প্রতি জাপান গিয়েছেন। - বাক্যটাতে খেয়াল করেন 'সম্প্রতি' কথাটা উল্লেখ আছে। মানে হইল খুবই নিকটে ঘটা একটা ঘটনার কথা বলা হইছে। তো এই ধরনের বাক্য ইংলিশ করার নিয়মটা হইল -
Subject + have/has + recently/lately/presently
+ verb এর past participle form
তো উপরের বাক্যটার ট্রান্সলেশন করি।
- He has recently gone to Japan.
Structure#18: এইমাত্র
just/just now
বাংলা বাক্য যদি এইমাত্র কথাটা পান তাইলে নিচের structure টায় ট্রান্সলেট কইরা ফালাইবেন।
subject + have/has + just/just now + verb এর past participle form
সে এইমাত্র আমাকে ফোন করেছে। - He has just phoned me.
Structure#19: যদি কোন কিছুর reference বা সূত্র দিতে চাই
According to
structure টা এইরকম -
according to + যার সূত্র দিতেছি তার নাম + কমা(,) + বাকী অংশ
একটা উদাহরন দেখেন।
কোরআনের মতে সৎ কাজ করা ভাল। - According to the holy Qur'an, it is good to do honest work.
একটা ব্যতিক্রম দেখেন, আমার মতে - এইটার ইংলিশ হইল from my point of view বা in my opinion.
---------------------------------------------------------------------------------
এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ।
আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
---------------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।